যে ঘরে AC চালাচ্ছেন, সেই ঘরেই Smart TV? বড় বিপদ ডেকে আনছেন…
AC Mistakes: অনেক সময়েই দেখা যায়, আমাদের কিছু ভুল কাজকর্মের জন্য একটা AC বেশিদিন টেকে না। একটা এসি ব্যবহার করতে গিয়ে সচরাচর আমরা যে ভুলগুলো করে থাকি, সেগুলোই জেনে নিন।
AC কিনলেই হল না। তা ব্যবহারের সঠিক পদ্ধতি জানা চাই। তারও আগে জেনে রাখা উচিত, কোন AC আপনার ঘরের জন্য ভাল, স্প্লিট নাকি উইন্ডো, ইনভার্টার নাকি কনভার্টিবল, এই সবকিছুই ভাল করে যাচাই করার পরই একটা Air Conditioner কেনা উচিত। এত কিছু বিচার করে আপনি যখন একটা AC কিনবেন, তারপরে আপনাকে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। আর তা সঠিক ভাবে ব্যবহারের উদ্দেশ্য হল, সেই এয়ার কন্ডিশনার যাতে অচিরেই না খারাপ হয়ে যায়। অনেক সময়েই দেখা যায়, আমাদের কিছু ভুল কাজকর্মের জন্য একটা AC বেশিদিন টেকে না। একটা এসি ব্যবহার করতে গিয়ে সচরাচর আমরা যে ভুলগুলো করে থাকি, সেগুলোই একনজরে দেখে নেওয়া যাক।
1) নিজেই AC-র মেকানিক হতে যাবেন না
আপনার এসির যদি কোনও সমস্যা দেখতে পান, তাহলে নিজে তা সাড়াতে যাবেন না। তাতে হিতের বিপরীত হতে পারে। AC-র কোনও গলদ দেখা দিলে সবসময়ই মেকানিককে ডেকে তা সারিয়ে নিন। কেন খারাপ হয়েছে তা যেমন বুঝতে পারবেন, তেমনই আবার তা সারিয়েও নিতে পারবেন। এভাবেই আপনি এসি-র হার্ডওয়্যার সংক্রান্ত বিপদ এড়াতে পারবেন।
2) তাপমাত্রা সবসময় কম রাখবেন না
বহু দিন ধরে আপনি যদি আপনার AC ঠিক রাখতে চান, তাহলে তা একটু বুঝেশুনে চালাতে হবে। সবসময় সেই এসির তাপমাত্রা সর্বনিম্ন করতে যাবেন না। বাইরে যতটা গরম, সেই অনুযায়ী এয়ার কন্ডিশনারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন। সবসময় যদি এসি খুব ঠান্ডা করে রাখেন, তাহলে সেই AC কিন্তু খুব একটা বেশি দিন টিকবে না।
3) যে ঘরে AC, সেই ঘরে অন্য কোনও হোম অ্যাপ্লায়েন্স না
অনেকেই বাড়িতে যে ঘরে এসি ইনস্টল করেন, সেই ঘরেই আবার স্মার্টটিভি বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থাকে। এরকমটা যদি আপনার ঘরেও থাকে, না বিপদে পড়তে পারেন আপনি। অনেকে আবার ডাইনিংয়েও এসি ইনস্টল করেন। সেখানেই আবার মাইক্রোওয়েভ, এমনকি চিমনি পর্যন্ত থাকতে পারে। ডাইনিংয়ে এসি ইনস্টল করবেন না, তাতে বিপদ বাড়তে পারে।
4) আউটডোর ইউনিট যেন সুরক্ষিত থাকে
Split AC-র আউটডোর ইউনিট যেন সবসময় সুরক্ষিত থাকে, সেই দিকটাও আপনাকে নিশ্চিত করতে হবে। ইউনিটটিতে যাতে কখনও নোংরা না জমে, এমনকি তার বক্সেও যেন ধুলো না জমে, সেই দিকটারও খেয়াল রাখতে হবে আপনাকে। সেখানে নোংরা জমলে আপনার এসি ঘর সে ভাবে ঠান্ডা করতে ব্যর্থ হবে।
5) ফিল্টার পরিষ্কার করতে ভুলবেন না
Spli AC হোক বা উইন্ডো এসি, তার ফিল্টার আপনাকে প্রায়শই পরিষ্কার করতে হবে। এসির ফিল্টার পরিষ্কার না করলে তা যেমন আপনার ঘর ঠান্ডা করতে পারবে না, তেমনই আবার গ্যাস লিক হওয়ার মতো ভয়ও থাকতে পারে। আর একবার গ্যাস লিক হলে জানেন নিশ্চয়ই, সেই এয়ার কন্ডিশনার খারাপ হয়ে যেতে পারে।
6) সার্ভিসিং করা জরুরি
এসি যাতে দীর্ঘদিন কাজ করতে পারে, তার জন্য সেটি সার্ভিসিং করাও খুব জরুরি। এসি যদি প্রতি মাসে একবার অন্তত সার্ভিসিং করেন, তাহলে তা আরও অনেক দিনের জন্য টিকে থাকবে। খারাপ হওয়ার কোনও সম্ভাবনা তৈরি হবে না নিয়মিত সার্ভিসিং করালে।