Instagram Notes-এ চলে এল আরও দুই নতুন অপশন, এখনই না দেখলে বিশাল মিস!

Instagram Notes Features: অনেকেই হয়তো ব্যবহার করেন না, তবে এই নোটে আপনি 60টি অক্ষর লিখতে পারবেন। এবার এর সঙ্গেই এই নতুন ফিচার দু'টি যুক্ত হল। নোটের যে কোনও লেখা 24 ঘন্টার জন্য থাকে। এটা অনেকটা Status-এর মতোই কাজ করে।

Instagram Notes-এ চলে এল আরও দুই নতুন অপশন, এখনই না দেখলে বিশাল মিস!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 12:51 PM

Instagram Features: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্য়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হল ইনস্টাগ্রাম। বর্তমানে বহু সংখ্যক মানুষ এটি ব্যবহার করে। আর কোম্পানিটিও একের পর এক নতুন ফিচার এনে হাজির করে। এবার Meta ইনস্টাগ্রাম Note-এ 2টি নতুন অপশন যোগ করেছে। এখন আপনি আপনার পছন্দের গান ইনস্টাগ্রাম নোটে সেট করতে পারবেন। এছাড়াও, নোটে লেখা শব্দগুলি অনুবাদ করতে পারবেন। ইনস্টাগ্রামে নোট ফিচারটি কোম্পানি 2022-এর ডিসেম্বরে লঞ্চ করেছিল। অনেকেই হয়তো ব্যবহার করেন না, তবে এই নোটে আপনি 60টি অক্ষর লিখতে পারবেন। এবার এর সঙ্গেই এই নতুন ফিচার দু’টি যুক্ত হল। নোটের যে কোনও লেখা 24 ঘন্টার জন্য থাকে। এটা অনেকটা Status-এর মতোই কাজ করে। আপনার লেখা নোটে অন্য কেউ উত্তরও দিতে পারবে।

মিউজিক ক্লিপ দিতে পারবেন:

মেটার সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ব্যবহারকারীরা নোটে শুধুমাত্র 30 সেকেন্ড পর্যন্ত মিউজিক ক্লিপ দিতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীরা চাইলে মিউজিকের সঙ্গে টেক্সট নোটও রাখতে পারবেন, যাতে ইমোজিও ব্যবহার করা যাবে। নোট ছাড়াও, কোম্পানিটি আরও একটি ফিচার এনেছে। সেটি হল Notes Translation Feature। এতে আপনি যে কোনও কারও নোট অনুবাদ করে নিজের ভাষায় পড়তে পারবেন। এবার প্রশ্ন হল আপনি কীভাবে এই নতুন ফিচারটি ব্যবহার করবেন? চলুন দেখে নেওয়া যাক।

কীভাবে মিউজিক ক্লিপ যোগ করবেন?

  1. Instagram খুলুন এবং চ্যাট উইন্ডোতে যান।
  2. উপরের বাঁ দিকের কোণায় অবস্থিত প্লাস আইকনে ক্লিক করুন।
  3. your notes অপশনে যান।
  4. তারপরে add music অপশনটি সিলেক্ট করুন।
  5. এবার আপনি যে গানটি দিতে চান, সেটি বেছে নিন।
  6. add অপশনে ক্লিক করলেই গানটি যোগ হয়ে যাবে নোটে।
  7. এর সঙ্গে আপনি আপনার পছন্দ মতো ইমোজি বেছে নিয়েও সেই নোটে দিতে পারবেন।

টাকা দিয়ে ব্লু টিক নিতে পারেন:

ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা শীঘ্রই টুইটারের মতো একটি অ্যাপ লঞ্চ করতে চলেছে। এতে লোকেরা টুইটারের মতো টুইট করতে পারবে এবং লাইক ও রি-টুইট করতে পারবে। এই অ্যাপটির নাম কী হবে এবং কবে এটি চালু করা হবে তা এই মুহূর্তে এই তথ্য প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে, মেটা ভারতে পেইড ভেরিফিকেশন পরিষেবাও শুরু করেছে। এখন ব্যবহারকারীরা টাকা দিয়ে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ব্লু টিক পাবেন। iOS এবং Android-এ চার্জ 699 টাকা আর ওয়েবের জন্য চার্জ 599 টাকা।