Malicious Calls: ঘণ্টা দুয়েকের মধ্যেই মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হবে? DoT-এর জরুরি বার্তা
DoT Warning For Mobile Users: কেন দুই ঘণ্টার ব্যবধানেই নম্বরগুলিকে ডিসকানেক্ট করার প্রয়োজনীয়তা হল? DoT কি এভাবে যে কোনও নম্বর ডিসকানেক্ট করতে পারে? আসলে সমাজমাধ্যম ও ফোন কলে এই যে মোবাইল নম্বর ডিসকানেক্ট করার বার্তাটি দেওয়া হয়েছে, তা আদ্যোপান্ত ভুয়ো একটি বার্তা। দিওয়ালির সময় ব্যাপক হারে এই বার্তা দিয়ে ভুয়ো কল করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষজনের কাছে।
দেশের মোবাইল ব্যবহারকারীদের কড়া সতর্কবার্তা দিল দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা DoT। সম্প্রতি একটি বার্তা ডটের নাম করে ছড়িয়ে দেওয়া হয়। সেখানে বলা হয়, ম্যালিশিয়াস কল যে হারে বাড়ছে তাতে ঘণ্টা দুয়েকের মধ্যে মোবাইল নম্বরগুলি ডিসকানেক্ট করা জরুরি হয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন দুই ঘণ্টার ব্যবধানেই নম্বরগুলিকে ডিসকানেক্ট করার প্রয়োজনীয়তা হল? DoT কি এভাবে যে কোনও নম্বর ডিসকানেক্ট করতে পারে? আসলে সমাজমাধ্যম ও ফোন কলে এই যে মোবাইল নম্বর ডিসকানেক্ট করার বার্তাটি দেওয়া হয়েছে, তা আদ্যোপান্ত ভুয়ো একটি বার্তা। দিওয়ালির সময় ব্যাপক হারে এই বার্তা দিয়ে ভুয়ো কল করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষজনের কাছে। প্রতারণামূলক এই কল এবং মেসেজগুলিকে কাজে লাগিয়ে মানুষের অর্থ লুঠ করার ফন্দি এঁটেছিল জালিয়াতরা।
প্রসঙ্গত, DoT সরকারের বিভিন্ন পলিসি, প্রোগ্রাম এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দেশের টেলিকমিউনিকেশন সেক্টরের জন্য লাগু করে। কেন্দ্রের সেই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের নাম ব্যবহার করেও ভুয়ো কল করা হয়েছে। তাই, সরকারের এই বিশেষ দফতরটি সাধারণ মানুষকে সতর্ক করে দুটি জরুরি বার্তা দিয়েছে।
1) দেশের নাগরিকদের মোবাইল নম্বর ডিসকানেক্ট করার হুমকি দিয়ে কোনও ফোন কল করেনি DoT।
2) নাগরিকদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারা এই ধরনের কোনও প্রতারণামূলক কল পেলে ব্যক্তিগত তথ্য একবারেই দেবেন না।
The Government has advised everyone not to share any personal information if receiving calls threatening disconnection. Department of Telecommunications yesterday issued a public advisory on malicious calls. T pic.twitter.com/fi0lpkXFvO
— DD News Meghalaya (@ddnewsshillong) November 11, 2023
মোবাইল সাবস্ক্রাইবারদের জন্য কিছু টিপসও দিয়েছে DoT
* ভেরিফিকেশন: আপনার মোবাইল নম্বরের সংযোগ বিচ্ছিন করার যদি কোনও কল রিসিভ করেন, তাহলে কখনও ব্যক্তিগত নম্বর শেয়ার করবেন না। আপনার কাছে মোবাইল কানেকশন যে সংস্থা অফার করছে, তাদের সঙ্গে এই ধরনের কলের সত্যতা যাচাই করে নিন।
* অবগত থাকুন: সচেতন থাকুন যে DoT ফোন কলের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করার সতর্কবার্তা দেয় না। এই ধরনের যে কোন কল সন্দেহজনক হিসাবে বিবেচনা করা উচিত।
* ঘটনাগুলি রিপোর্ট করুন: জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টাল https://cybercrime.gov.in-এ যে কোনও সন্দেহজনক কল রিপোর্ট করুন।
* নাগরিকদের সতর্ক থাকা, তথ্য যাচাই করা এবং যে কোনও সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার উপরে গুরুত্ব দেয় DoT। এই প্রতারণামূলক কলগুলি মোকাবিলা করতে এবং সম্ভাব্য আক্রমণ থেকে নাগরিকদের রক্ষা করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে কাজ করছে DoT।