Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দারুণ সুখবর দিল RBI, ইন্টারনেট না থাকলেও 500 টাকা পর্যন্ত করা যাবে লেনদেন

RBI Hike UPI Lite Wallet: UPI লাইট একটি অন ডিভাইস ওয়ালেট ফিচার। এটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি করেছে। যার মাধ্যমে, গ্রাহক এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে মুহূর্তের মধ্যে টাকা লেনদেন করতে পারে।

দারুণ সুখবর দিল RBI, ইন্টারনেট না থাকলেও 500 টাকা পর্যন্ত করা যাবে লেনদেন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 10:36 AM

আজকাল বহু মানুষই ডিজিটাল পেমেন্ট করেন। যে কোনও জায়গায় কিছু কিনতে গেলেই দেখতে পাওয়া যায় QR স্ক্যানার বসানো রয়েছে। স্ক্যান করে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যেই পেমেন্ট হয়ে যায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই থেকে অনলাইনে পেমেন্ট করা ব্যবহারকারীদের জন্য একটি সুখবর দিয়েছে। UPI লাইট ওয়ালেট থেকে অফলাইন পেমেন্টের সীমা বাড়িয়ে দিয়েছে RBI। আগে এই সীমা ছিল 200 টাকা, যা RBI বাড়িয়ে 500 টাকা করেছে। মানে এখন ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই UPI Lite Wallet 500 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন।

এর সুবিধা কী হবে?

UPI লাইট ওয়ালেটের সীমা বাড়ানোয় সবচেয়ে বড় সুবিধা হবে, যাদের এলাকায় ইন্টারনেট নেই তাদের। আবার অনেক সময় কানেকশন খারাপ থাকার কারণে কাউকে টাকা পাঠানো যায় না। সেক্ষেত্রে সুবিধা হবে। RBI তাই UPI লাইটের সীমা 200 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করল। এর মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত গতিতে পেমেন্ট করতে পারবেন। অনেকেই এখনও পর্যন্ত UPI লাইট সম্পর্কে জানেন না। তাই জেনে নেওয়া যাক UPI লাইট কী?

UPI লাইট কী?

UPI লাইট একটি অন ডিভাইস ওয়ালেট ফিচার। এটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি করেছে। যার মাধ্যমে, গ্রাহক এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে মুহূর্তের মধ্যে টাকা লেনদেন করতে পারে। এতে ব্যবহারকারীরা রিয়েল টাইমে ছোট লেনদেন করতে পারে। এর জন্য আপনার UPI পিনের প্রয়োজন নেই। আজকাল সাধারণ মানুষ ছোটখাটো পেমেন্টোর জন্য বিপুল পরিমাণে ইউপিআই ব্যবহার করছে। তাই, ছোট অঙ্কের পেমেন্ট যাতে আরও দ্রুত হয়, তাই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই লাইট (UPI Lite) তৈরি করেছে।

কীভাবে UPI লাইট ব্যবহার করবেন?

UPI লাইটে, আপনাকে আগে থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার ওয়ালেটে টাকা যোগ করতে হবে। এর পরে, আপনি UPI লাইট ওয়ালেট থেকে প্রি-লোড করা টাকা পাঠাতে পারবেন।

UPE লেনদেনের সীমা কত?

UPI Lite থেকে পেমেন্ট লেনদেনের সীমা ছিল 200 টাকা, যা বাড়িয়ে 500 টাকা করা হয়েছে।