AI Voice Cloning: মা-বাবা-বন্ধুর গলার নকল করে AI ভয়েস ক্লোন হয়ে উঠছে সর্বনাশা, বাঁচার পথের সন্ধানে জরুরি টিপস
How To Protect From AI Voice Cloning: হরিয়ানার এক ব্যক্তি এভাবেই সম্প্রতি 30,000 টাকা খুইয়েছেন প্রতারকদের পাল্লায় পড়ে। প্রতারক AI ভয়েস ক্লোনিং ব্যবহার করছিলেন। হরিয়ানার ওই ব্যক্তি যে ফোন কলটি পেয়েছিলেন, তা তাঁর বন্ধুর গলা নকল করে করা হয়।
AI Voice Clone: গলাটা আপনার পরিবারের যে কারও হতে পারে। হতে পারে আপনার মা বা বাবা, ভাই বা বোন, বন্ধু আর প্রিয়জন যে বা যাঁরা আছেন, তাঁদের গলার নকল করেই কেউ আপনাকে ফোন করতে পারে। ফোন করে সমস্যার কথা বলা হতে পারে। অর্থ সাহায্য চাওয়া হতে পারে। আপনি নিকটজনের করুণ গলা শুনে আবেগে ভেসে গিয়ে দিয়ে দিলেন মোটা অঙ্কের টাকা। ব্যস! সবশেষ। সেখান থেকে পরিস্থিতি যে কতটা সঙ্কটজনক হতে পারে, সে আর বলার কথা নয়। ভয় পেয়ে গেলেন তাই তো?
একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, হরিয়ানার এক ব্যক্তি এভাবেই সম্প্রতি 30,000 টাকা খুইয়েছেন প্রতারকদের পাল্লায় পড়ে। প্রতারক AI ভয়েস ক্লোনিং ব্যবহার করছিলেন। হরিয়ানার ওই ব্যক্তি যে ফোন কলটি পেয়েছিলেন, তা তাঁর বন্ধুর গলা নকল করে করা হয়। বন্ধুর ভেকধারী ওই প্রতারক ফোন করে বলেছিল, ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে মোটা টাকার বিল করা হয়েছে। সেই বিলই তাঁকে মেটানোর আর্জি জানায় প্রতারক।
ঠিক এরকমই একটি ঘটনা ঘটে শিমলাতেও। সেখানেও এক ব্যক্তি এরকমই প্রতারণাচক্রের কবলে পড়ে দু লাখ টাকা হারান। প্রতারকরা ভুক্তভোগীর কাকার গলার নকল করেছিল। McAfee-র একটি রিপোর্টে পরিসংখ্যান উল্লেখ করে বলা হয়েছে, 83 শতাংশ ভারতীয় এই ধরনের প্রতারণার শিকার এবং 69 শতাংশ ভারতীয় বুঝতেই পারেন না, কোনটা আসল আর কোনটা AI জেনারেটেড ভয়েস।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন জালিয়াতদের ভয়েস ক্লোন করার কাজটিও সহজ করে দিয়েছে। বিশেষ করে পরিবার, বন্ধুবান্ধব যাঁদের সঙ্গে তাঁরা প্রতিনিয়তই কথা বলেন প্রায়। AI Voice Cloning এর আর এক নাম হল ভয়েস সিন্থেসিস বা ভয়েস মিমিক্রি। এটি আসলে একটি প্রযুক্তি, যা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে কোনও ব্যক্তির গলার স্বরের হুবহু নকল করতে পারে। এই প্রযুক্তির জন্য প্রয়োজন সামান্য পরিমাণে ভয়েস ডেটা, যার দ্বারা কোনও ব্যক্তির কণ্ঠস্বরের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তা শিখে যেতে পারে প্রতারকরা। একাধিক ফ্রি এবং পেইড টুল রয়েছে, যার দ্বারা একজনের গলার নকল অন্যজন করে এবং তা অসৎ উদ্দেশযে কাজে লাগায়।
AI ভয়েস চিনবেন কীভাবে?
AI স্বর বা কৃত্রিম মেধাকে কাজে লাগিয়ে কেউ আপনার প্রিয়জনের গলার নকল করলে তা চেনার থেকেও আগে আপনাকে সতর্ক থাকতে হবে, প্রতিটা মুহূর্তে যে কোনও ফোন কলের ক্ষেত্রে। এখন যে কোনও ফো কল আসার আগে যে কয়েকটা বিষয় মাথায় রাখবেন:-
1) অপ্রত্যাশিত কল থেকে সর্বদা সতর্ক থাকুন, পরিচয় যাচাই করে নিন খুব ভাল করে।
2) ফোনে কে, কী বলছেন, গলাটা রোবটের মতো শোনাচ্ছে না তো, উচ্চারণে ভুলচুক নেই তো, এই বিষয়গুলি নজরে রাখুন।
3) যিনি ফোন করছেন, তিনি যদি টাকা চেয়ে বসে থাকেন, তাহলে তা দেওয়ার আগে কয়েকবার ভাবুন।
4) অনলাইনে কখনও, কোথাও আপনার অডিও ক্লিপ আপলোড করবেন না।