Smartphone Alert: শুভমানের ফোন কভারে 500 টাকার নোট! ক্রিকেটার কত বড় ভুল করছেন জানেন?
Shubman Gill Phone Cover: বিশ্বকাপ চলাকালীন প্রচুর ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার মধ্যেই কিছু ছবিতে দেখা যাচ্ছে, তার ফোনের কভারের মধ্যে রয়েছে 500 টাকার একটি নোট। কিন্তু অনেকেই জানেন না, এটি কতটা বিপজ্জনক!
কোনও দোকানে কিছু কেনার পর বা দরকারে কাউকে টাকা দেওয়ার সময়, টুক করে ফোনের কভার থেকে টাকা বের করে দেন অনেকেই। ফোনের কভারটিকেও পার্সে পরিণত করে রেখেছেন এমন অনেকেই আছে। তবে সেই তালিকায় কিন্তু আপনি একা নয়, রয়েছে ভারতীয় ক্রিকেটর শুভমান গিলও। বিশ্বকাপ চলাকালীন প্রচুর ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার মধ্যেই কিছু ছবিতে দেখা যাচ্ছে, তার ফোনের কভারের মধ্যে রয়েছে 500 টাকার একটি নোট। কিন্তু অনেকেই জানেন না, এটি কতটা বিপজ্জনক! ফলে শুভমানের মতো এই ‘বদ অভ্যাস’ যদি আপনারও থাকে, তাহলে আজই পাল্টে নিন। জেনে নিন ফোনের কভারে টাকা রাখলে, কী কী সমস্যা দেখা দিতে পারে।
ফোন ফেটে যাওয়ার সম্ভাবনা-
কয়েকদিন আগে আসা কিছু রিপোর্ট অনুযায়ী, ফোনের কভাবে কাগজ বা টাকা রাখলে তা গরম হয়ে যায়। আর চার্জে বসানোর সময় কখনও কখনও এতটাই গরম হয়ে যায়, যে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে এই ছোট ভুলের কারণে আপনার সাধের ফোনটি বিস্ফোরিত হয়ে যেতে পারে। এমতাবস্থায় ফোনের কভারে নোট বা কোনও কাগজ না রাখাই ভাল।
ফোন একটুতেই গরম হয়-
একটানা ফোন ব্যবহার করলে বেশিরভাগ সময় তা গরম হয়ে যায়। কিন্তু যদি একটুতেই ফোনটি গরম হতে শুরু করে, তাহলে তা আপনার ফোনের কভারে রাখা নোট বা কাগজের জন্যই হচ্ছে। ফোনের কভারে টাকা বা মোটা কভার থাকলে তা ঠান্ডা হওয়ার জায়গা পায় না। এই কারণে, ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। আর তা থেকেই বিস্ফোরণের ঝুঁকি বাড়ে।
ওয়্যারলেস চার্জিংয়েও সমস্যা হয়-
ফোনে যদি মোটা কভার থাকে আর আপনি তাতে টাকা রাখেন, তাহলে ওয়্যারলেস চার্জিংয়েও সমস্যা হতে পারে। এছাড়া ফোনের কভারে নোট রাখলে অনেক সময় নেটওয়ার্ক সমস্যাও হতে পারে। চার্জ করার সময় ফোন ব্যবহার করলেও ফোনটি ফেটে যেতে পারে।