এই সব Android ফোনে ধরা পড়ল বড় ভুল! আপডেট না করলেই হ্যাকারের হাতে…

High Risk On Android: এই ভুলগুলিকে কাজে লাগিয়ে প্রতারকরা আপনার ফোনের ভিতরে ঢুকে পড়ে বিভিন্ন স্পর্শকাতর তথ্য ছিনিয়ে নিতে পারে। Google ইতিমধ্যেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই গলদগুলিকে স্বীকার করেছে। গত সপ্তাহে গুগলের তরফ থেকে যে সিকিওরিটি বুলেটিন রিলিজ় করা হয়েছিল, সেখানে পরিষ্কার ভাবে উল্লেখ করে বলা হয়েছিল যে, অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি এই গলদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।

এই সব Android ফোনে ধরা পড়ল বড় ভুল! আপডেট না করলেই হ্যাকারের হাতে...
অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের সামনে বড় খতরা!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 5:48 PM

Android স্মার্টফোনের বেশ কিছু ভার্সনে বড়সড় গলদ ধরা পড়েছে। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-IN)-এর বিশেষজ্ঞরা এই বিষয়ে সম্প্রতি সজাগ করেছেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের। Android ভার্সন 11, 12,12L, 13 এবং 14তে এই ভুলগুলি ধরা পড়েছে। একটি গলদ নয়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই ভার্সনগুলিতে আসলে একাধিক গলদ ধরা পড়েছে। এই সমস্যার ফলে একাধিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যাপক ভাবে প্রভাবিত হবে বলেই সার্ট-ইন তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

সার্ট-ইন জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই গলদগুলিকে কাজে লাগিয়ে দূরবর্তী স্থান থেকেও ব্যবহারকারীর ফোনের অ্যাক্সেস নিতে পারে প্রতারকরা। কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সাইবার সিকিওরিটি এজেন্সিটি বলছে, “অ্যান্ড্রয়েডে ফ্রেমওয়ার্ক, সিস্টেম, গুগল প্লে সিস্টেম আপডেট, কার্নেল এলটিএস, আর্ম কম্পোনেন্টস, মিডিয়াটেক কম্পোনেন্টস, কোয়ালকম কম্পোনেন্টস এবং কোয়ালকম ক্লোজ়ড সোর্স কম্পোনেন্টে ভুলগুলি ধরা পড়েছে।”

এই ভুলগুলিকে কাজে লাগিয়ে প্রতারকরা আপনার ফোনের ভিতরে ঢুকে পড়ে বিভিন্ন স্পর্শকাতর তথ্য ছিনিয়ে নিতে পারে। Google ইতিমধ্যেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই গলদগুলিকে স্বীকার করেছে। গত সপ্তাহে গুগলের তরফ থেকে যে সিকিওরিটি বুলেটিন রিলিজ় করা হয়েছিল, সেখানে পরিষ্কার ভাবে উল্লেখ করে বলা হয়েছিল যে, অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি এই গলদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। সমস্ত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই শীঘ্রই সিকিওরিটি আপডেট নিয়ে আসা হবে বলেও জানিয়েছে গুগল।

কোন Android ভার্সন রয়েছে আপনার ফোনে, কীভাবে বুঝবেন

* প্রথমেই চলে যান ফোনের সেটিংসে।

* নিচের দিকে একটি ফোন অপশন দেখতে পাবেন, সেখানে ট্যাপ করলেই অ্যান্ড্রয়েড ভার্সনটি দেখতে পাবেন।

* আপনাকে অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েড সিকিওরিটি আপডেট এবং বিল্ড নম্বর এই তিনটি অপশনে পরপর ক্লিক করতে হবে।

* তাহলে এখান থেকে আপনি লেটেস্ট সিকিওরিটি আপডেটও পেয়ে যাবেন।

আপনার ফোনে আর কোনও আপডেট বাকি আছে, কীভাবে বুঝবেন

* আপনার ডিভাইসের সেটিংস অ্যাপটি খুলুন।

* সিকিওরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ট্যাপ করার পরে চলে যান সিকিওরিটি অ্যান্ড আপডেটস অপশনে।

* এবার সিকিওরিটি আপডেটের জন্য আপনাকে সিকিওরিটি আপডেট অপশনেই ক্লিক করতে হবে।

* গুগল প্লে সিস্টেম আপডেটে ট্যাপ করুন।

* এখান থেকেই আপনি জানতে পারবেন, আপনার ফোন পরবর্তী আপডেটের জন্য তৈরি কি না বা কোনও আপডেট বাকি আছে কি না।