Dark Web: ডার্ক ওয়েব কি আসলে অপরাধের আঁতুড়ঘর? কেন দূরে থাকবেন এসবের থেকে?

Dark Web Scam: ডার্ক ওয়েব কী? আর তাতে কী ধরনের কাজ হয়? ডার্ক ওয়েব কতটা জালিয়াতির সঙ্গে যুক্ত? ডার্ক ওয়েব থেকে কেউ ওয়েব ব্রাউজিং সফ্টওয়্যার ব্যবহার করলে কী হয়? এই সব প্রশ্নের উত্তর জানানো হবে আপনাকে।

Dark Web: ডার্ক ওয়েব কি আসলে অপরাধের আঁতুড়ঘর? কেন দূরে থাকবেন এসবের থেকে?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 1:16 PM

জালিয়াতি বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রশ্ন মানুষের মধ্যে বাসা বাঁধছে। কীভাবে হচ্ছে, কত রকম তার পদ্ধতি, কীভাবে সেই সব কিছু থেকে বাঁচা যাবে? আরও কত কী! কিন্তু এই সব কিছু মধ্যে আপনি হয়তো ডার্ক ওয়েবের মান শুনেই থাকবেন। কিন্তু অনেকেই জানেন না, যে ডার্ক ওয়েব কী? আর তাতে কী ধরনের কাজ হয়? ডার্ক ওয়েব কতটা জালিয়াতির সঙ্গে যুক্ত? ডার্ক ওয়েব থেকে কেউ ওয়েব ব্রাউজিং সফ্টওয়্যার ব্যবহার করলে কী হয়? এই সব প্রশ্নের উত্তর জানানো হবে আপনাকে। সেই সঙ্গে ডার্ক ওয়েব থেকে কোন ধরনের জালিয়াতি হতে পারে, আর তা থেকে কীভাবে বাঁচবেন জেনে নিন।

ডার্ক ওয়েব একটি বিশেষ নেটওয়ার্ক, যা সাধারণ ওয়েব ব্রাউজিং থেকে একেবারেই আলাদা। এটি ভুল উদ্দেশ্যেও ব্যবহৃত হয়। ডার্ক ওয়েবের সাহায্যে সাধারণত বিভিন্ন ধরনের জালিয়াতি হয়ে থাকে। যেমন কারেন্সি এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি ক্রয়, ব্লগিং প্ল্যাটফর্ম। অর্থাৎ কেউ যদি ডার্ক ওয়েব ব্যবহার করে আপনার ফোন, ল্যাপটপ হ্যাক করার চেষ্টা করে, তাহলে তার কাছে সেটি খুব একটি কঠিন কাজ হবে না। এমনকি খুব সহজেই আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য তার কাছে চলে যাবে। মূলত পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহারের করতে হ্যাকাররা শুরু করেছিল ডার্ক ওয়েব। কিন্তু তা দিনের পর দিন অপরাধমূলক কার্যকলাপের আখড়া হয়ে উঠতে শুরু করে।

ডার্ক ওয়েবের ভয়ঙ্কর কাজ:

সাধারণত যখন কোনও ব্রাউজার দিয়ে কোনও ওয়েবসাইট খোলা হয়, তখন এই সব ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনে নথিবদ্ধ (Index) থাকে। তবে ডার্ক ওয়েবের ক্ষেত্রে তা হয় না। এতে কোনও ব্রাউজার কাজ করে না। অর্থাৎ ডার্ক ওয়েবের মধ্যে ব্রাউজ করার জন্য বিশেষ পদ্ধতির প্রয়োজন। এতে কোনওভাবেই সাধারণ ওয়েব ব্রাউজিং সফ্টওয়্যার ব্যবহার করা যায় না।

কেন ডার্ক ওয়েব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়?

ডার্ক ওয়েব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় কারণ এটি আপনাকে সমস্যায় ফেলতে পারে। এতে বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপ হয়। এই ওয়েবের সাহায্যেই অবৈধ কার্যকলাপ এবং আইনি অপরাধ, যেমন ড্রাগস, হ্যাকিং পরিষেবা, চুরি এবং অন্যান্য কাজ হয়। কোনও সাধারণ মানুষ সেটিতে ভিজিট করা মাত্রই তাকে সমস্যায় ফেলতে পারে।

সাইবার নিরাপত্তা: আপনি ডার্ক ওয়েবে সাইবার জালিয়াতির শিকার হতে পারেন। আপনার ব্যক্তিগত তথ্য, পরিচয় এবং ব্যাঙ্কিং তথ্য মুহূর্তের মধ্যে হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। ডার্ক ওয়েবে ফিশিং, ম্যালওয়্যার এবং অন্যান্য সাইবার আক্রমণের শিকার হতে পারেন। এই কারণেই ডার্ক ওয়েব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।