Smartphone Tips: স্মার্টফোনে ব্যাক ক্যামেরার পাশে ছোট ছিদ্র দেখেছেন নিশ্চয়ই, ওর কাজ কী জানেন?

Hole Near Phone Camera: বর্তমানে বেশিরভাগ ফোনেই আপনি এই ছিদ্র দেখতে পাবেন। প্রায়শই স্মার্টফোনের পিছনের ক্যামেরার পিছনে একটি ছোট ছিদ্র থাকে। এই ছিদ্র বিভিন্ন মডেলে সামান্য ছোট বা বড় হতে পারে। আপনি কি জানেন কোম্পানি কেন এই ছিদ্র দিয়েছে এবং এর কাজ কী?

Smartphone Tips: স্মার্টফোনে ব্যাক ক্যামেরার পাশে ছোট ছিদ্র দেখেছেন নিশ্চয়ই, ওর কাজ কী জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 12:11 PM

সকাল বেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমতে যাওয়ার পর্যন্ত স্মার্টফোন ছাড়া চিন্তাই করতে পারেন না অনেকে। কাজের ক্ষেত্রে হোক কিংবা বিনোদনের জন্য, স্মার্টফোন ব্যবহারেই সারা দিনটা কাটিয়ে দেন। কিন্তু সাধের এই স্মার্টফোনে এমন অনেক কিছুই রয়েছে, যা বহু মানুষেরই অজানা। মোবাইল ফোনের এমন অনেক অংশ আছে যেগুলো সম্পর্কে মানুষ জানে না। তার মধ্যেই একটি হল ফোনে ক্যামেরা সেটআপের কাছে একটি ছোট্ট ছিদ্র। সঙ্গে সঙ্গে আপনার ফোনটা উল্টে নিয়ে দেখে নিলেন তো? সব ফোনে যে এই ছিদ্র থাকবেই, তেমন কোনও কারণই নেই।

বেশিরভাগ ফোনেই এই ছিদ্র থাকে…

তবে বর্তমানে বেশিরভাগ ফোনেই আপনি এই ছিদ্র দেখতে পাবেন। প্রায়শই স্মার্টফোনের পিছনের ক্যামেরার পিছনে একটি ছোট ছিদ্র থাকে। এই ছিদ্র বিভিন্ন মডেলে সামান্য ছোট বা বড় হতে পারে। আপনি কি জানেন কোম্পানি কেন এই ছিদ্র দিয়েছে এবং এর কাজ কী? অনেকেই মনে করেন, ডিজাইনের জন্যই বোধ হয় ব্যবহার করা হয়েছে। কিন্তু একেবারেই তা নয়। কারণটি জানলে আপনি পরবর্তীকালে এমন ছিদ্র দেখে তবেই ফোন কিনবেন। চলুন জেনে নেওয়া যাক।

ছোট্ট ছিদ্রটির কাজ কী?

স্মার্টফোনের পিছনের এই ছোট ছিদ্রটি হল শব্দ বাতিল করার জন্য দেওয়া হয়। আদতে এটি একটি মাইক্রোফোন। অর্থাৎ, আপনি যখন স্মার্টফোনে কারও সঙ্গে কথা বলেন, তখন এই মাইক্রোফোনটি আপনার চারিদিক থেকে আসা শব্দকে কমিয়ে দেয়। এতে আপনি যখনই কোনও ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেন, তখন আপনার ভয়েস স্পষ্টভাবে অন্য ব্যক্তির কাছে পৌঁছায়। স্মার্টফোনের নিচের অংশে যেখানে চার্জার পয়েন্ট আছে, সেখানে একটি মাইক্রোফোনও দেওয়া আছে, যার মাধ্যমে আপনার স্পষ্ট আওয়াজ ফোনের ওপারে থাকা ব্যক্তির কাছে পৌঁছায়। পিছনে উপস্থিত নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি ব্যাকগ্রাউন্ডের শব্দ সম্পূর্ণভাবে কমাতে কাজ করে। তবে বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনেই এই ফিচার দেখতে পাওয়া যায়। চার্জার পয়েন্টের কাছের মাইক্রোফোনটি সমস্ত ফোনেই থাকে।