Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp Scam: চোখের সামনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘লক’ করে দিচ্ছে নতুন WhatsApp প্রতারণাচক্র, বোঝার জো নেই

WhatsApp Screen Share Scam: হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার স্ক্যামে ভুক্তভোগীকে আসলে স্ক্রিন শেয়ার ছাড়া আর কিছুই করতে হচ্ছে না। আর সেই স্ক্রিন শেয়ার করার অনুরোধটি আসছে সাইবার অপরাধীদের কাছ থেকেই। না, হুডি পরে প্রতারক আপনাকে হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ার করতে বলবে না। তাহলে? হতে পারে তা আপনারই পরিচিত কারও ভেক ধরে, অথবা অন্য কোনও উপায়ে।

WhatsApp Scam: চোখের সামনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'লক' করে দিচ্ছে নতুন WhatsApp প্রতারণাচক্র, বোঝার জো নেই
এখনই সাবধান না হলে বিরাট বিপদ!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2023 | 7:56 PM

আমাদের ডিজিটাল জীবনের এক্কেবারে কেন্দ্রস্থলে রয়েছে WhatsApp। দূরের কোনও বন্ধুকে নিকট করে নেওয়া বা অফিসের বসের সঙ্গে জরুরি কথাবার্তা অথবা টাকা পাঠানো- আজকাল এই সবকিছুই হোয়াটসঅ্যাপের দ্বারা সম্ভব। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সর্বাধিক ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের বেমক্কা অপব্যবহার করে চলেছে প্রতারকরা। বিভিন্ন সময়ে নানাবিধ উপায়ে হোয়াটসঅ্যাপকে কাজে লাগিয়ে আর্থিক প্রতারণার কাণ্ড ঘটেই চলেছে। সম্প্রতি WhatsApp Screen Share প্রতারণা নিয়ে জোর চর্চা চলছে।

কীভাবে করা হচ্ছে এই প্রতারণা?

হালফিলের প্রায় সব ডিজিটাল প্রতারণার একটা কমন ফ্যাক্টর রয়েছে। সেটা হল OTP-র মাধ্যমে প্রতারণা। নানা অছিলায় প্রতারকরা এমনই কিছু কাণ্ড ঘটিয়ে বসছে, যার দ্বারা সাধারণ মানুষ অজান্তে একপ্রকার বাধ্য হয়েই তাদের সঙ্গে OTP বা ওয়ান-টাইম পাসওয়ার্ড শেয়ার করে বসছে। কিন্তু হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার স্ক্যামে ভুক্তভোগীকে আসলে স্ক্রিন শেয়ার ছাড়া আর কিছুই করতে হচ্ছে না। আর সেই স্ক্রিন শেয়ার করার অনুরোধটি আসছে সাইবার অপরাধীদের কাছ থেকেই। না, হুডি পরে প্রতারক আপনাকে হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ার করতে বলবে না। তাহলে?

হতে পারে তা আপনারই পরিচিত কারও ভেক ধরে, অথবা অন্য কোনও উপায়ে। আপনি ঠিক যখনই স্ক্রিন শেয়ার করার অপশনটি সক্রিয় করবেন, প্রতারকরা সঙ্গে-সঙ্গে আপনার স্মার্টফোনের অ্যাক্সেস নিয়ে নেবে। সেখান থেকেই সেই প্রতারক আপনার ফোনে আসা OTPগুলিকে কাজে লাগাবে এবং আপনার জরুরি তথ্য, এমনকি টাকা পর্যন্ত হাতিয়ে নিতে পারে।

ভয়ঙ্কর পরিণতি

সম্প্রতি একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্ক্রিন শেয়ার প্রতারণার কারণে মানুষজন তাঁদের কষ্টার্জিত অর্থ খুইয়েছেন। শুধু তাই নয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যে, কিছু মানুষের তো আবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি লক পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ না কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঢুকতে পারবেন, আর যেটায় ঢুকে থাকবেন, সেটা থেকে বেরোতে পারবেন। কারণ, স্ক্রিন শেয়ার প্রতারণার মাধ্যমে খুব সহজেই জালিয়াতরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে।

এই ধরনের প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে

* হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে আসা ভয়েস বা ভিডিয়ো কল কখনও রিসিভ করবেন না।

* কখনও হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে ওটিপি, ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর বা সিভিভি শেয়ার করবেন না।

* কখনও আপনার কোনও পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে শেয়ার করবেন না।

* নিশ্চিত না হওয়া পর্যন্ত কারও স্ক্রিন শেয়ার অনুরোধে সাড়া দেবেন না।