Call Scam: ফোন কল রিসিভ করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব 5.24 লক্ষ টাকা, এখনই সাবধান হন
Call Fraud: মহারাষ্ট্রের থানে এলাকার এক মহিলার সঙ্গে এমন এক ঘটনা ঘটেছে, যা শুনলে আপনিও অবাক হবেন। থানের সেই মহিলা একটি ফোন রিসিভ করেন। তারপরেই তার কাছে একটি মেসেজ আসে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 5.24 লক্ষ টাকা উধাও হয়েছে।
দেশে অনলাইন স্ক্যামের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ এই প্রতারণার শিকার হচ্ছেন এবং লাখ লাখ টাকা খোয়াচ্ছেন। ফিশিং ইমেল থেকে শুরু করে জাল চাকরির অফার এবং ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম, ভুয়ো ফোন কল সব কিছু জন্য প্রথমে টাকা চাওয়া হচ্ছে। আর তারপরেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কখনও আবার টাকা চাওয়াও হচ্ছে না। ফোন রিভিস করলেই হ্যাক হয়ে যাচ্ছে ফোন। তাও আবার কয়েক সেকেন্ডে। সাম্প্রতিক একটি ঘটনায়, মহারাষ্ট্রের থানে এলাকার এক মহিলার সঙ্গে এমন এক ঘটনা ঘটেছে, যা শুনলে আপনিও অবাক হবেন। থানের সেই মহিলা একটি ফোন রিসিভ করেন। তারপরেই তার কাছে একটি মেসেজ আসে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 5.24 লক্ষ টাকা উধাও হয়েছে।
পুরো ব্যাপারটা কী ঘটেছে?
তথ্য অনুসারে, থানের বাসিন্দা 24 বছর বয়সী এক মহিলার 5.24 লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। তার ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে এবং অপর প্রান্তের ব্যক্তিটি একটি নেতৃস্থানীয় ব্যাঙ্কের বলে দাবি করেছিল। এর পরে স্ক্যামার সেই মহিলাকে বলেছিল, তিনি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বিভাগ থেকে বলছেন। আর সেই মহিলার কিছু পেমেন্ট বাকি রয়েছে। ফলে তাকে একটি APK ফাইলের মাধ্যমে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেছিলেন। আর সঙ্গে এও বলেছিলেন যে, এই অ্যাপের সাহায্যে তিনি পেমেন্ট করে দিতে পারবেন। মহিলা ফাইলটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসে যে, তার অ্যাকাউন্ট থেকে 5.24 লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে।
এই ধরনের স্ক্যাম থেকে বাঁচবেন কীভাবে?
মানুষ এই ধরনের স্ক্যাম থেকে নিরাপদ থাকতে কিছু বিষয় মাথায় রাখতে পারে। প্রথমটি হল যে কোনও অজানা ইমেল এবং ফোন কল দেখলে সতর্ক হওয়া। কোনওভাবেই অজানা কলে কারও কথা বিশ্বাস করবেন না। কোনও ব্যাঙ্ক থেকে এভাবে ফোন করে না। তার যদি সন্দেহ হয়, তাহলে ব্যাঙ্কে গিয়ে কথা বলে নেবেন। আর অজানা নম্বরটি ব্লক করে দেবেন।