Jio Airfiber নাকি Airtel Airfiber নেবেন? কম টাকায় বেশি স্পিড কীসে পাবেন?
Jio Airfiber vs Airtel Xstream AirFiber: এই দুটি টেলিকম সংস্থাই তাদের গ্রাহকদের Wi-Fi 6 রাউটার দেওয়ার প্ল্যান করছে। তাদের দেওয়া Jio AirFiber এবং Airtel Xstream AirFiber সিম কার্ডের মাধ্যমে 5G কানেক্ট করে নিতে পারবেন। তবে এলাকা অনুযায়ী কভারেজ পাওয়া যাবে।
এই প্রতিযোগিতার বাজারে Airtel-এর Xstream AirFiber-কে টেক্কা দিতে Jio-এর AirFiber চলতি বছরের 19 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। আরও জানতে ক্লিক করুন। উভয়ই ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম, যা একটি সাধারণ প্লাগ এবং প্লেস ডিভাইসের সাহায্যেই পুরো বাড়িতে 5G ইন্টারনেট পরিষেবা দেবে। এর জন্য রাউটার এবং ফাইবার ক্যাবলের প্রয়োজন নেই। শুধুমাত্র একটি ডিভাইস ইন্সটল করলেই আপনি ইন্টারনেটের স্পিড পাবেন। চলুন জেনে নেওয়া যাক কে কত বেশি সুবিধা দিচ্ছে, আর তাদের দামই বা কেমন?
Jio AirFiber আর Airtel Xstream AirFiber-এর মধ্যে কার খরচ কম?
Airtel এক মাসের জন্য একটি সিঙ্গেল প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের অধীনে, Xstream AirFiber কানেকশনের জন্য 7,733 টাকা খরচ হবে, যার মধ্যে AirFiber রাউটারের জন্য 2,500 টাকা রিফান্ডবল সিকিওরিটি ডিপোজ়িট (refundable security deposit) রয়েছে। ব্যবহারকারীদের সুবিধার জন্য, টেলিকম কোম্পানি তাদের ওয়েবসাইট আপডেট করেছে, যাতে তারা আরও ভাল পরিষেবা দিতে পারে।
একই সময়ে, Jio তার Jio AirFiber পরিষেবার দাম আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ঘোষনা করা হবে। আশা করা হচ্ছে, এই পরিষেবার খরচ তার Xstream AirFiber পরিষেবার তুলনায় 20 শতাংশ কম হবে। ইটি টেলিকমের রিপোর্ট অনুযায়ী, এর দাম হবে প্রায় 6 হাজার টাকা।
কার ইন্টারনেটের গতি বেশি?
এই দুটি টেলিকম সংস্থাই তাদের গ্রাহকদের Wi-Fi 6 রাউটার দেওয়ার প্ল্যান করছে। তাদের দেওয়া Jio AirFiber এবং Airtel Xstream AirFiber সিম কার্ডের মাধ্যমে 5G কানেক্ট করে নিতে পারবেন। তবে এলাকা অনুযায়ী কভারেজ পাওয়া যাবে। যদি আপনার এলাকায় 5G-এর কানেকশন না থাকে, তাহলে আপনি তা পাবেন না। Airtel শুধুমাত্র একটি প্ল্যান চালু করেছে, যাতে 100Mbps গতি পাওয়া যায়। Jio-র দাবি, 5G স্পিড 1Gbps।