রঙ্গোলিতে ‘মহিন্দ্রা থর’ আঁকলেন কর্নাটকের যুবক, নাম উঠল ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’- এ

গতবছর অর্থাৎ ২০২০ সালের ২ অক্টোবর সেকেন্ড জেনারেশন মহিন্দ্রা থর লঞ্চ হয়েছিল ভারতে। তারপর থেকে ক্রমশ জনপ্রিয়তা বেড়েছে এই গাড়ির। জনসাধারণের মধ্যে এই গাড়ির চাহিদা এতই বেড়ে গিয়েছিল যে প্রতিদিন ২০০টি গাড়ির বুকিং পেতেন গাড়ির নির্মাণ সংস্থা। 

রঙ্গোলিতে 'মহিন্দ্রা থর' আঁকলেন কর্নাটকের যুবক, নাম উঠল 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'- এ
রঙ্গোলিতে মহিন্দ্রা থর- এর এসইউভি মডেল আঁকলেন কর্নাটকের তরুণ।
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 3:50 PM

কর্নাটকের মান্ড্য এলাকার বাসিন্দা পুনিত জি আর। ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস’ সম্প্রতি নাম জুড়েছে এই ব্যক্তির। কারণ মহিন্দ্রা থর অফ-রোড এসইউভির একটি রঙ্গোলি এঁকেছেন পুনিত। আর তাঁর সেই রঙ্গোলি দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। ২০ ফুট বাই ১৮ ফুটের ওই রঙ্গোলি তৈরি করতে চকের গুঁড়ো আর শুকনো চালের গুঁড়ো এবং রঙিন বালি ব্যবহার করেছেন এই ব্যক্তি। মহিন্দ্রা গ্রুপের সর্বেসর্বা আনন্দ মহিন্দ্রার সম্মানার্থে নিজের শিল্পকলা প্রদর্শন করেছেন পুনিত।

ভারতে এখন যেসমস্ত এসইউভি রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মহিন্দ্রা থর। গতবছর অর্থাৎ ২০২০ সালের ২ অক্টোবর সেকেন্ড জেনারেশন মহিন্দ্রা থর লঞ্চ হয়েছিল ভারতে। তারপর থেকে ক্রমশ জনপ্রিয়তা বেড়েছে এই গাড়ির। জনসাধারণের মধ্যে এই গাড়ির চাহিদা এতই বেড়ে গিয়েছিল যে প্রতিদিন ২০০টি গাড়ির বুকিং পেতেন গাড়ির নির্মাণ সংস্থা।

একনজরে দেখে নেওয়া যাক এই এসইউভি- র বিভিন্ন বৈশিষ্ট্য

১। আপডেট ডিজাইনের সঙ্গে অসংখ্য মডার্ন টুল রয়েছে এই গাড়িতে। ‘বড় এবং শক্তিশালী’ গাড়ি তৈরিই ছিল মহিন্দ্রা গ্রুপের লক্ষ্য। Global NCAP থেকে ৪ স্টার সেফটি রেটিং-ও পেয়েছে এই এসইউভি।

২। এই এসইউভিতে রয়েছে হার্ড-টপ রুফ। অর্থাৎ গাড়ির উপরের ছাদের অংশ যথেষ্ট শক্তিশালী। এছাড়াও রয়েছে অ্যালয় হুইল, ডেটাইম রানিং লাইট, টাচস্ক্রিন ইনফরমেশন সিস্টেম, ফরোওয়ার্ড ফেসিং রেয়ার সিট, অটোমেটিক এয়ার কন্ডিশনিং সিস্টেম ও আরও অনেক কিছু।

৩। মহিন্দ্রা থর এসইউভিতে রয়েছে একটি ২ লিটারের টার্বো চার্জড পেট্রোল এবং একটি ২.২ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন। দু’টি ইঞ্জিনেই রয়েছে ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন। এই গাড়ির দাম শুরু হয় ১২.১০ লক্ষ টাকা। সর্বোচ্চ দাম ১৪.১৫ লক্ষ টাকা (এক্স শোরুম দিল্লি)।