‘প্যাসিফিক সানরাইজ’ কালার অপশন, লঞ্চের আগে এমআই ১০ আই-এ ফের চমক

৫ জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে শাওমির নতুন স্মার্টফোন এমআই ১০ আই।

'প্যাসিফিক সানরাইজ' কালার অপশন, লঞ্চের আগে এমআই ১০ আই-এ ফের চমক
Mi.com- এর পাশাপাশি অ্যামাজনেও দেখানো হয়েছে এই নতুন কালার অপশনের টিজার।
Follow Us:
| Updated on: Jan 03, 2021 | 2:57 PM

আর মাত্র একদিন। তারপরই ৫ জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে শাওমির নতুন স্মার্টফোন এমআই ১০ আই। এতদিন জানা গিয়েছিল, কালো, নীল এবং গ্র্যাডিয়েন্ট অরেঞ্জ ও গ্র্যাডিয়েন্ট ব্লু—- এইসব রঙে পাওয়া যাবে এই ফোন। তবে ফোন লঞ্চের আগে ফের একটি নতুন রংয়ের অপশন এনেছে শাওমি। জানা গিয়েছে, ওই চারটি রংয়ের পাশাপাশি প্যাসিফিক সানরাইজ রঙেও পাওয়া যাবে এমআই ১০ আই। Mi.com- এর পাশাপাশি অ্যামাজনেও দেখানো হয়েছে এই নতুন কালার অপশনের টিজার।

টুইটারে নতুন একটি ভিডিও শেয়ার করেছে এমআই ইন্ডিয়া। যেখানে বলা হয়েছে রেডমি-র নতুন ফোনে একবার ফুল চার্জ দিলে একদিন পুরো চার্জ থাকবে। জানা গিয়েছে, গত মাসে চিনে লঞ্চ হওয়া রেড মি ৯ প্রো ৫জি (১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা)-র রিব্র্যান্ডেড ভারসন হিসেবে ভারতে রিলিজ হতে চলেছে শাওমির এই নতুন স্মার্টফোন।

গত ৩১ ডিসেম্বর টুইট করে আনুষ্ঠানিক ভাবে রেডমি ১০ আই লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছেন শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈন। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রেতাদের কথা বিশেষ ভাবে মাথায় রেখে এই ফোন তৈরি করা হয়েছে। জানুয়ারির ৫ তারিখেই লঞ্চ হবে নতুন ফোন। এমআই ১০, এমআই ১০টি, এমআই ১০টি প্রো এই সিরিজেরই ফোন এমআই ১০ আই।

শাওমির ‘ব্র্যান্ড নিউ’ এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল রেসোলিউশনের ক্যামেরা সেনসর। চারটি ক্যামেরা সেনসর থাকবে ব্যাক ক্যামেরার ক্ষেত্রে। ১০৮ মেগাপিক্সল মেন সেনসর ছাড়াও কোয়াড ক্যামেরা সেটআপে থাকবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর। এছাড়াও থাকবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৬ জিবি এবং ৮ জিবি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। অনবোর্ড স্ট্যান্ডার্ড স্টোরেজ থাকবে ১২৮ জিবি। এছাড়া ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন থাকবে এই ফোনে। উপরি পাওনা স্ন্যাপড্রাগন 750G SoC।