ভারতে লঞ্চ হয়েছে অ্যামাজন বেসিকসের ‘ফায়ার টিভি এডিশন’, কী কী ফিচার থাকছে, দামই বা কত?
ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়ার সাইট থেকে এই টিভি কেনা যাচ্ছে।
প্রথমবারের জন্য ভারতে টেলিভিশন লঞ্চ করতে চলেছে অ্যামাজন বেসিকস। ৫০ এবং ৫৫ ইঞ্চির টিভি পাওয়া যাবে ভারতের বাজারে। দাম হবে ২৯,৯৯৯ টাকা। অ্যামাজন বেসিকস ফায়ার টিভি এডিশনের সেটগুলিতে 4K এইচডিআর এলইডি ডিসপ্লে প্যানেল থাকবে। এছাড়াও থাকছে ডবি ভিসন এবং ডলবি অ্যাটমোস এইচডিআর অডিও। Xiaomi, TCL, Hisense এইসব ব্র্যান্ডকে পাল্লা দিতে ভারতে লঞ্চ হতে চলেছে অ্যামাজন বেসিকস-এর এই টেলিভিশন। ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়ার সাইট থেকে এই টিভি কেনা যাচ্ছে।
কী কী ফিচার থাকছে অ্যামজনের টেলিভিশনে?
১। ৫০ এবং ৫৫ ইঞ্চি এই দুই সাইজে পাওয়া যাবে টিভি।
২। থাকছে আলট্রা-এইচডি এলইডি স্ক্রিন, এইচডিআর ডলবি ভারসন ফরম্যাট।
৩। ডলবি অ্যাটমোস অডিও স্পিকার (20W)।
৪। এই টেলিভিশনে থাকবে quad-core Amlogic processor।
৫। তিনটি এইচডিএমআই পোর্ট, দুটো ইউএসবি পোর্ট থাকবে অ্যামাজনের এই টেলিভিশনে।
৬। ডিসপ্লে-তে থাকবে 60Hz রিফ্রেশ রেট। প্রায় ১৭৮ ডিগ্রি কোণ থেকেই স্পষ্ট দেখা যাবে টিভি।
৭। অ্যামাজন প্রাইম ভিডিও ছাড়াও নেটফ্লিক্স, হটস্টার, ইউটিউব দেখা যাবে এই টিভিতে। লাগানো যাবে সেট টপ বক্স। গান বা সিনেমা চালানোর জন্য অ্যাসিসট্যান্ট অ্যালেক্সার ব্যবহারও করা যাবে এই টেলিভিশনে। এছাড়াও অ্যামাজন বেসিকস-এর এই টেলিভিশনে থাকছে ফায়ার টিভি ওএস প্ল্যাটফর্ম।