প্রাইমারি ক্যামেরাই 200MP, সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগিয়ে ভারতে লঞ্চ হয়ে গেল Honor 90
Honor 90 Price: Honor 90-এর 8GB RAM, 256GB ভ্যারিয়েন্টের দাম 37,999 টাকা। আর 12GB RAM, 512GB ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা। অফারের পরে, আপনি 256GB ভ্যারিয়েন্টটি 27,999 টাকায় কিনে নিতে পারবেন।
Honor ভারতে Honor 90 স্মার্টফোন লঞ্চ করেছে। বিগত অনেক বছর কোম্পানিটি ভারতে তার জায়গা ছেড়ে দিয়েছিল। তারপরে আবার আধিপত্য পেতে একের পর এক নতুন ফোন এনে হাজির করছে ভারতীয় বাজারে। অর্থাৎ বলা যেতেই পারে, অনেক বছর পর এই স্মার্টফোন নিয়ে ভারতে প্রত্যাবর্তন করেছে কোম্পানি। কোম্পানি Honor 90-এ একটি 200MP আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা দিয়েছে। এতে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen1 প্রসেসর, 12GB RAM 512GB স্টোরেজ। এটি 3 কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এর বিশেষ ফিচার হল এতে AI নয়েজ রিডাকশন রয়েছে। দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।
Honor 90-এর ক্যামেরা:
Honor 90 স্মার্টফোনটিতে একটি 200MP আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা রয়েছে। অর্থাৎ আপনি এই ফোনের ক্যামেরা দিয়ে দুর্দান্ত ছবি তুলতে পারবেন।
Honor 90 স্টোরেজ ও প্রসেসর:
Honor 90 দু’টি স্টোরেজ অপশন পেয়ে যাবেন। এটি 8GB RAM, 256GB এবং আরেকটি 12GB RAM, 512GB। Honor 90-এ Qualcomm Snapdragon 7 Gen1 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ভারতে Honor 90-এর দাম কত রাখা হয়েছে?
Honor 90-এর 8GB RAM, 256GB ভ্যারিয়েন্টের দাম 37,999 টাকা। আর 12GB RAM, 512GB ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা। অফারের পরে, আপনি 256GB ভ্যারিয়েন্টটি 27,999 টাকায় কিনে নিতে পারবেন। আর 29,999 টাকায় 512GB ভ্যারিয়েন্ট কিনতে পারবেন। শুধু তাই নয়, আপনি এতে ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। এই সব অফারের পরে আপনি অনেক কম দামে এই ফোনটি কিনে নিতে পারবেন।
Honor 90-এর বিক্রির তারিখ:
আপনি ফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে কিনে ফেলতে পারবেন। তবে তার জন্য আপনাকে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। 18 সেপ্টেম্বর থেকে ফোনের বিক্রি শুরু হবে। ডায়মন্ড সিলভার, এমারেল গ্রিন, ক্লাসিক মিডনাইট ব্ল্যাক রঙে কিনতে পারবেন।