Honor X7a: বাজেট কম? চিন্তা নেই, 10 হাজার টাকারও কমে 50 MP ক্যামেরা দিয়ে ফোন লঞ্চ করল Honor
Honor X7a Smartphone: Honor তাদের নতুন স্মার্টফোন অনর এক্স7a (HonorX7a) চিনের বাজারে লঞ্চ করেছে। তবে চলুন ভারতে লঞ্চের আগেই দেখে নেওয়া যাক নতুন এই Honor X7a ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি।
Honor X7a Price and Features: 7 জানুয়ারি Honor তাদের নতুন স্মার্টফোন অনর এক্স7a (HonorX7a) চিনের বাজারে লঞ্চ করেছে। এটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হওয়া সত্ত্বেও ভাল কিছু ফিচার রয়েছে। তবে ভারতে লঞ্চের আগেই দেখে নেওয়া যাক নতুন এই Honor X7a ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি।
Honor X7a-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Honor X7a স্মার্টফোনতে এইচডি+ (HD+) রেজোলিউশন সহ 6.7 ইঞ্চির এলসিডি ডিসপ্লে (LCD Display) রয়েছে। ডিসপ্লেটিতে অ্যানিমেশনের জন্য 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। এছাড়া চোখের সুরক্ষার জন্য টিইউভি (TUV) রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক ম্যাজিক ইউআই 6.1 (Magic UI 6.1) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Honor X7a-এর সামনে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এছাড়া কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে৷ এছাড়া ডিভাইসটির গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেলে একটি ক্যামেরা মডিউল রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Honor X7a স্মার্টফোনে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
এই Honor X7a স্মার্টফোনটির কানেক্টিভিটি অপশনে রয়েছে 4G, ওয়াইফাই (Wifi), ব্লুটুথ 5.1, একটি ইউএসবি-C পোর্ট এবং একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক।
Honor স্মার্টফোনটি X7a মিডিয়াটেক MT6765EH প্রসেসর দ্বারা চালিত। ফোনটিতে 6 GB র্যাম এবং 128 GB নেটিভ স্টোরেজ । আবার, মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এর স্টোরেজ 1 TB পর্যন্ত বাড়ানোও যাবে।
Honor X7a-এর দাম ও লভ্যতা:
চিনের বাজারে Honor X7a-এর দাম রাখা হয়েছে 799 রেনমিনবি। ভারতীয় মুদ্রায় যা প্রায় 9,650 টাকা। ফোনটি টাইটানিয়াম সিলভার, ওশান ব্লু এবং মিডনাইট ব্ল্যাক এই কালার অপশনে গ্রাহকরা বেছে নিতে পারবেন।