Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

50MP ক্যামেরা, তাও আবার 8,299 টাকায়? ডিজাইনে হার মানবে দামি ফোনও

Infinix HOT 30i Price: অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ Infinix HOT 30i কম দামে বিক্রি করা হচ্ছে। এই স্মার্টফোনটির দাম 11,999 টাকা, তবে আপনি যদি ফ্লিপকার্ট থেকে কিনে থাকেন তবে আপনি 8,299 টাকায় ফোনটি কিনতে পারবেন। ফোনে ব্যাঙ্ক অফারও রয়েছে।

50MP ক্যামেরা, তাও আবার 8,299 টাকায়? ডিজাইনে হার মানবে দামি ফোনও
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 4:29 PM

অনেক দিন হয়ে গেল পুরনো স্মার্টফোন ব্যবহার করছেন? কিন্তু কম দামে একটি ফোন কেনার জন্য সেলের অপেক্ষা করছিলেন? তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। আপনি যদি সেল চলাকালীন কম দামে একটি ভাল সস্তা 5G স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। Flipkart-এ সেলের মধ্যে, Infinix HOT 30i ফোনটিতে বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনি এই ফোনে অনেক দুর্দান্ত ফিচার পেয়ে যাবেন। এই ফোনে রয়েছে 8GB RAM এবং 50MP ক্যামেরা। আপনি এই ফোনটি 10 ​​হাজার টাকার কম দামে কিনতে পারবেন।

Infinix HOT 30i-এ বিশাল ছাড়:

অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ Infinix HOT 30i কম দামে বিক্রি করা হচ্ছে। এই স্মার্টফোনটির দাম 11,999 টাকা, তবে আপনি যদি ফ্লিপকার্ট থেকে কিনে থাকেন তবে আপনি 8,299 টাকায় ফোনটি কিনতে পারবেন। ফোনে ব্যাঙ্ক অফারও রয়েছে। আপনি যদি ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে আপনি নতুন ফোনে 10% বাঁচাতে পারবেন।

Infinix HOT 30i-তে EMI অফারও রয়েছে:

Flipkart এই ফোনে EMI অফার দিচ্ছে। আপনি প্রতি মাসে মাত্র 292 টাকা দিয়ে এই ফোনটি আপনার বাড়িতে আনতে পারেন। অর্থাৎ মাত্র 292 টাকায় আপনি নতুন ফোনটি পাবেন। আপনি প্রতি মাসে যতটা ইএমআই করবেন ততটুকুই আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি এই ফোনের পুরো টাকাটা একসঙ্গে দিতে না পারেন, তাহলে EMI-তে কিনে নিতে পারেন।

Infinix HOT 30i-এর ফিচার ও স্পেসিফিকেশন:

স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট, HD+ (1612 × 720 পিক্সেল) রেজোলিউশন এবং 500nits পিক ব্রাইটনেস সহ একটি 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটিতে 8GB মেমরি এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এক্সটেন্ডেড র‌্যামের সাহায্যে মেমরিটি আরও 8GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।

Infinix Hot 30i তে একটি ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরা একটি AI লেন্স এবং একটি LED ফ্ল্যাশ সহ আসে। সেলফির জন্য ফোনটিতে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি এবং 10W চার্জিং সাপোর্ট করে।