Nothing Phone 2a: এক্কেবারে অন্যরকম NOTHING! গ্লিফ ইন্টারফেসেও বড় চমক, লঞ্চের আগেই ফাঁস লুক
2024 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাজির হবে Nothing Phone 2a। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। সেই দিক থেকে দেখতে গেলে ফেব্রুয়ারি মাসেই লঞ্চ করে যাবে ফোনটি। এখন প্রশ্ন হল, ফোনের দাম কত হতে পারে? ব্রার জানিয়েছেন, ডিভাইসের দাম হতে পারে 400 মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মূল্যে দেখতে গেলে এই ফোনের দাম হতে পারে 33,200 টাকা।
Nothing ভারতে একটি নতুন ফোন নিয়ে আসছে। সেই ফোনটি Nothing Phone 2-এর পরবর্তী প্রজন্ম, নাম Nothing Phone 2a। বিগত বেশ কিছু দিন ধরে এই ফোন নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। এবার Nothing Phone 2a-র ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্তও বেশ কিছু জরুরি তথ্য জানা গেল। সেই সঙ্গে ফোনের ডিজ়াইন সম্পর্কেও একটা ধারণা পাওয়া গেল। জানা গিয়েছে, দ্বিতীয় প্রজন্মের নাথিং ফোনের থেকে বেশ কিছুটা সস্তা হবে Phone 2a।
Nothing Phone 2a কবে লঞ্চ হতে পারে
টিপস্টার যোগেশ ব্রার X প্ল্যাটফর্মে দাবি করেছেন, 2024 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাজির হবে Nothing Phone 2a। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। সেই দিক থেকে দেখতে গেলে ফেব্রুয়ারি মাসেই লঞ্চ করে যাবে ফোনটি। এখন প্রশ্ন হল, ফোনের দাম কত হতে পারে? ব্রার জানিয়েছেন, ডিভাইসের দাম হতে পারে 400 মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মূল্যে দেখতে গেলে এই ফোনের দাম হতে পারে 33,200 টাকা।
Nothing Phone 2a-র ছবি, ফিচার্স লিক!
ফোনের ব্যাক প্যানেলটি এক্কেবারে নতুন করে ডিজ়াইন করা হচ্ছে। প্রোডাকশন ভ্যালিডেশন টেস্ট বা PVT-এর ছবিগুলি থেকে সেই ইঙ্গিত মিলেছে। PVT ইউনিটগুলি হল সেই সব ইউনিট, যেগুলি খুব কম সংখ্যায় একটা কোম্পানি তৈরি করে মূলত ফোনের কার্যকারিতা, হার্ডওয়্যার উপাদান এবং গুণমান মূল্যায়ন করার জন্য।
Nothing Phone 2a PVT
Gets: – 120Hz OLED panel – Dimensity 7200 – 8/128GB – 50MP dual camera setup – Ships with Nothing OS 2.5 – Android 14 – New back design – Redesigned Glyph – Glyph controls similar to Phone 2
MWC launch, Good for $400 pic.twitter.com/WNCoJoRMhW
— Yogesh Brar (@heyitsyogesh) December 16, 2023
ছবিতে নজরে এসেছে ফোনের একটি পাঞ্চ-হোল নচ ডিসপ্লে। ব্যাক প্যানেল একটু উদ্ভট করা হচ্ছে, উপরের দিকে মাঝ বরাবর হরাইজ়ন্টালি প্লেস করা ক্যামেরা মডিউল থাকছে। তবে অন্য আর দুটি ফোনের মতো এই Nothing Phone 2aতেও গ্লিফ ইন্টারপ্লেস দেওয়া হচ্ছে। যদিও এই গ্লিফ ইন্টারফেস কিন্তু নাথিংয়ের অন্যান্য দুটি ফোনে দেখা যায়নি।
Nothing Phone 2aতে রয়েছে একটি OLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120Hz। মিড-রেঞ্জ স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেওয়া হচ্ছে। পারফরম্যান্সের জন্য এতে থাকছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 8GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে থাকতে পারে Android 14 অপারেটিং সিস্টেম। ব্যাক ক্যামেরায় প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হচ্ছে 50MP ক্যামেরা।