Infinix Note 30 সিরিজে মিলতে পারে ChatGPT সাপোর্ট, কীভাবে করবে কাজ?
Infinix Note 30 Series Update: Infinix যদি সত্যিই তার Note 30 সিরিজের স্মার্টফোনে Chat GPT সাপোর্ট করে, তাহলে এটা হবে প্রথম স্মার্টফোন, যাতে Chat GPTসাপোর্ট করবে। কোম্পানি Folax ভয়েস সহকারীতে চ্যাট জিপিটি ব্যবহার করার সুবিধা দেবে।
Chat GPT Support In Mobile: বিগত কয়েকদিন ধরে Chat GPT নিয়ে আলোচনা তুঙ্গে। ভারতে আসার পর থেকেই অনেকেই সেটি ব্যবহার করার জন্য বিভিন্ন উপায় খুঁজেছেন। এতদিন অনেকেই Bing-এর মতো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করছিলেন। কিন্তু এবার একটি সুখবর এনে হাজির করেছে এক স্মার্টফোন কোম্পানি। তারা জানিয়েছে, ভারতে এমন একটি ফোন আসতে চলেছে, যাতে Chat GPT সাপোর্ট করে। Infinix-এর একটি ফোনে এটা হতে চলেছে। Infinix যদি সত্যিই তার Note 30 সিরিজের স্মার্টফোনে Chat GPT সাপোর্ট করে, তাহলে এটা হবে প্রথম স্মার্টফোন, যাতে Chat GPTসাপোর্ট করবে। কোম্পানি Folax ভয়েস সহকারীতে চ্যাট জিপিটি ব্যবহার করার সুবিধা দেবে। গুগলের যেমন নিজস্ব Google সাপোর্ট ফিচার রয়েছে, তেমনই Infinix-এর নিজস্ব ফোলাক্স অ্যাপ রয়েছে। এই অ্যাপ ভয়েস সাপোর্ট দেয়।
ইনফিনিক্সের আসন্ন ফোনে যদি সত্যিই চ্যাট জিপিটি পাওয়া যায়, তাহলে তা গুগল, সিরি এবং বিক্সবির জন্য চিন্তার বিষয় হবে। কারণ এমনিতেই Chat GPT আসার পর থেকে তাদের ঘুম উড়ে গিয়েছে। তারপর যদি তা স্মার্টফোনে ব্যবহার করা যায়, তাহলে তো আর কোনও কথাই থাকে না। কোম্পানিটি যদি ফোনে চ্যাট জিপিটি নিয়ে আসে, তবে এটিকে Bing-এর মতো টুইক করতে হবে, যাতে এটি ইন্টারনেট থেকে রিয়েল টাইম তথ্য সরবরাহ করতে পারে। একটি টুইটের মাধ্যমে সমস্ত তথ্য সামনে এসেছে। সেখানে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
Big news! Infinix would be the first to integrate ChatGPT into their phones, the NOTE 30 series! While the OpenAI’s ChatGPT app has launched, embedding ChatGPT into a phone is groundbreaking. They combined ChatGPT with the voice assistant Folax, giving Siri a run for its money. pic.twitter.com/xr0Juh5kgN
— ICE UNIVERSE (@UniverseIce) June 2, 2023
ভিডিয়োতে আপনি দেখতে পাচ্ছেন যে, ব্যবহারকারী ফোলেক্সকে তার মেয়ের জন্য একটি উপহার বেছে নিতে বলেছেন। এরপর সে তার সঠিক উত্তর দিয়েও দিচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, একবার ক্লিকেই এটিকে ব্যবহার করা যাবে। অনেকেই জানেন না, ওপেন এআই আইওএসের জন্য চ্যাট জিপিটি অ্যাপ চালু করেছে। তবে এখনও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি বিং বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করছেন কারণ কোম্পানি এখনও অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপটি চালু করেনি। কিন্তু Chat GPT অ্যান্ড্রয়েডের জন্য আসতে যে আর বেশি দিন বাকি নেই, সেটা বোঝাই যাচ্ছে।