8 ডিসেম্বর ভারতে আসছে Infinix Smart 8 HD, কম দামে একাধিক জরুরি ফিচার্স
Infinix Smart 8 HD ফোনটিতে 6.6 ইঞ্চির HD+ সানলাইট রিডেবল ডিসপ্লেও দেওয়া হচ্ছে, যার পিক ব্রাইটনেস 500 নিটস। সূর্যালোকেও এই ফোনের ডিসপ্লে যথেষ্ট উজ্জ্বলতা দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কত দামে লঞ্চ করবে ফোনটি? সূত্রের খবর, Infinix Smart 8 HD ফোনটি ভারতের বাজারে 9,000 টাকারও কম দামে লঞ্চ হতে পারে। এখন দেখার, 8 ডিসেম্বর এই ইনফিনিক্স ফোন যখন লঞ্চ করবে, তখন তার দাম কত হবে।

চিনা স্মার্টফোন ব্র্যান্ড Infinix ভারতের বাজারে একটি বাজেট হ্যান্ডসেট নিয়ে আসছে। সংস্থাটি জানিয়েছে, 8 ডিসেম্বর লঞ্চ করা হবে সস্তার Infinix Smart 8 HD। মোট চারটি রঙে নিয়ে আসা হবে ফোনটি- ক্রিস্টাল গ্রিন, গ্যালাক্সি হোয়াইট, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক। নাম শুনেই বুঝতে পারছেন, Infinix Smart 7 HD-র সাকসেসর বা পরবর্তী প্রজন্ম হল আসন্ন ফোনটি। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে থাকছে LED ফ্ল্যাশ। রেক্ট্যাঙ্গুলার মডিউলেই দেওয়া হয়েছে ক্যামেরা সেটআপটি।
স্বস্তিদায়ক গ্রিপের জন্য হ্যান্ডসেটটির পিছনে দেওয়া হয়েছে একটি টেক্সচার্ড রিয়ার প্যানেল। ফ্রন্ট ক্যামেরার ঘরের জন্য ফোনটিতে থাকছে একটি হোল-পাঞ্চ কাটআউট। তাছাড়া Infinix Smart 8 HD ফোনটিতে 6.6 ইঞ্চির HD+ সানলাইট রিডেবল ডিসপ্লেও দেওয়া হচ্ছে, যার পিক ব্রাইটনেস 500 নিটস। সূর্যালোকেও এই ফোনের ডিসপ্লে যথেষ্ট উজ্জ্বলতা দিতে পারে।
ডিভাইসটিতে দেওয়া হয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। UFS 2.2 স্টোরেজ এবং টাইপ-সি চার্জিংও সাপোর্ট করবে ফোনটি। এখন প্রশ্ন হচ্ছে, কত দামে লঞ্চ করবে ফোনটি? সূত্রের খবর, Infinix Smart 8 HD ফোনটি ভারতের বাজারে 9,000 টাকারও কম দামে লঞ্চ হতে পারে। এখন দেখার, 8 ডিসেম্বর এই ইনফিনিক্স ফোন যখন লঞ্চ করবে, তখন তার দাম কত হবে।
এদিকে কাউন্টারপয়েন্ট রিসার্চের একটি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে Tecno, Infinix এবং Apple। এখন অ্যাপলের পাশাপাশি বাজেট সেগমেন্টের এই দুটি ফোনের উঠে আসার মূল কারণে রয়েছে বিভিন্ন মডেলের পোর্টফোলিওতে শক্তিশালী কিছু ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে।





