Nokia Magic Max: প্রান্তহীন ডিসপ্লে থাকছে Nokia-র ‘মহান ফ্ল্যাগশিপে’, Apple-এর মূল অ্যান্ড্রয়েড প্রতিদ্বন্দ্বীর ফের ফিচার্স লিক

Nokia Magic Max Latest Leak: Nokia-র আসন্ন সেই 'মহান ফ্ল্যাগশিপ' ফোন Nokia Magic Max সংস্থার প্রথম কোনও ফোন হতে চলেছে, যাতে Pure UI বা পিওর ইউজ়ার ইন্টারফেস ব্যবহার করবে সংস্থাটি। এটি কোম্পানির লেটেস্ট ইউজ়ার ইন্টারফেস।

Nokia Magic Max: প্রান্তহীন ডিসপ্লে থাকছে Nokia-র 'মহান ফ্ল্যাগশিপে', Apple-এর মূল অ্যান্ড্রয়েড প্রতিদ্বন্দ্বীর ফের ফিচার্স লিক
সবথেকে চর্চিত Nokia ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 4:31 PM

Nokia একটা সময় যে ভাবে বিশ্ববাসীর হাতে ঘোরাফেরা করত, এখন আর সে ভাবে দেখা যায় না। স্মার্টফোন যতই জনপ্রিয় হয়েছে, ততই Nokia-র শূন্যস্থান পূরণ করেছে একাধিক চিনা ব্র্যান্ড। হারিয়ে ফেলা সেই জায়গাটা পুনরুদ্ধারে বদ্ধপরিকর একসময়ের জনপ্রিয় ফোন প্রস্তুতকারক সংস্থা। যদিও এখন Nokia-র ফোন তৈরি করে HMD Global নামের একটি সংস্থা। Nokia এই মুহূর্তে বাজারে বেশ কিছু ‘মহান ফ্ল্যাগশিপ’ ফোন নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে। সেই ফোনগুলির ডিজ়াইন এককথায় ছকভাঙা, এক্কেবারে ফ্রেশ ইউজ়ার ইন্টারফেস তাদের। সেরকমই একটি ফোনের নাম Nokia Magic Max। অসামান্য কিছু স্পেসিফিকেশনে সেই ফোনটি বাজারে আসতে চলেছে, যা টক্কর দেবে সরাসরি iPhone-এর সঙ্গে।

একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, Nokia-র আসন্ন সেই ‘মহান ফ্ল্যাগশিপ’ ফোন Nokia Magic Max সংস্থার প্রথম কোনও ফোন হতে চলেছে, যাতে Pure UI বা পিওর ইউজ়ার ইন্টারফেস ব্যবহার করবে সংস্থাটি। এটি কোম্পানির লেটেস্ট ইউজ়ার ইন্টারফেস। অন্য একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, এই ইউজ়ার ইন্টারফেস নোকিয়ার সব ফোনে ব্যবহার করা হবে না।

Nokia Magic Max: ডিজ়াইন

সাম্প্রতিকতম একাধিক লিক অনুযায়ী, Nokia Magic Max ফোনের ডিজ়াইন হবে অত্যন্ত পরিচিত এবং তার সঙ্গেই নজরকাড়া। ফোনের ফিচারগুলিও অনন্য হতে চলেছে। জানা গিয়েছে, ফুল স্ক্রিন বেজ়েলস ডিসপ্লে থাকবে ফোনটিতে। তবে ফোনের পিছনে যে ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে, তা এক্কেবারে Apple iPhone-এর সঙ্গে মিলে গিয়েছে।

ডিভাইসটিতে ফ্ল্যাট এজেসও থাকছে, তা-ও iPhone দ্বারাই অনুপ্রাণিত। আইফোনে ঠিক যেরকম ব্যাক এজেস দেখা যায়, এই ফোনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হতে চলেছে। হাতের তালুতে রাউন্ড এজেস কতটা স্বস্তিদায়ক হতে পারে, এই ফোনের ক্ষেত্রে সেই চেষ্টাই চালাচ্ছে Nokia।

Nokia Magic Max: স্পেসিফিকেশন

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম GIZCHINA-র একটি রিপোর্টে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য তুলে ধরা হয়েছিল। সম্প্রতি 91Mobiles এই ফোনের আরও একাধিক স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। Nokia Magic Max-এর সামনে থাকছে একটি 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে। খুবই পাতলা কিছু বেজ়েল দেওয়া হচ্ছে ফোনটিতে, যা আমরা iPhone-এ সচরাচর দেখে থাকি। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120Hz এবং রেজ়োলিউশন 1080×2400 পিক্সেলস। ডিসপ্লের এক্কেবারে মধ্যমণি হল 64MP সেলফি ক্যামেরার ঘর।

Nokia Magic Max: পারফরম্যান্স

পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 8GB, 12GB এবং 16GB পর্যন্ত RAM-এর সঙ্গে। 256GB এবং 512GB পর্যন্ত অবোর্ড স্টোরেজ থাকবে ফোনটির। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 108MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে একটি 16MP আলট্রাওয়াইড সেন্সর এবং 5MP ম্যাক্রো লেন্স থাকবে ফোনটিতে।

ফোনটির ব্যাটারি-জীবনও অনবদ্য হতে চলেছে। লিক থেকে জানা গিয়েছে, এই ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হচ্ছে একটি 7,500mAh ব্যাটারি। জানা গিয়েছে, এই ব্যাটারি ফাস্ট চার্জিং ক্ষমতাসম্পন্ন হতে চলেছে।

Nokia Magic Max: দাম, কবে লঞ্চ হতে পারে?

একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, এই ফোনে যা ফিচার্স থাকছে সেই অনুপাতে তার দাম বেশ কম হতে চলেছে। সূত্র অনুযায়ী, Nokia Magic Max ফোনটির দাম হতে চলেছে 400 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 32,990 টাকা। লাল, কালো, সোনালি এবং সবুজ এই চারটি রঙে ফোনটি পাওয়া যাবে। Nokia-র তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু ঘোষণা না করা হলেও একাধিক রিপোর্ট থেকে জামা গিয়েছে, 2023 সালের অগস্টে লঞ্চ হতে পারে ফোনটি।