Nothing Phone 2: আজ সন্ধ্যায় লঞ্চ হবে Nothing Phone 2, লাইভ স্ট্রিমিং দেখুন এখানে

Nothing Phone 2 Launch Event: কোম্পানি এই নতুন ফোনটি 40 থেকে 45,000 টাকার মধ্যে লঞ্চ করতে পারে। আপনি এতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, যাতে 50+50MP-এর দু'টি ক্যামেরা থাকবে। ফোনের সামনে সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 32MP ক্যামেরা দেওয়া হয়েছে।

Nothing Phone 2: আজ সন্ধ্যায় লঞ্চ হবে Nothing Phone 2, লাইভ স্ট্রিমিং দেখুন এখানে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 11:48 AM

Nothing Phone 2 Price: বিগত কয়েকদিন ধরে Nothing Phone 2 আলোচনার তুঙ্গে রয়েছে। চলতি মাসের শুরু থেকেই অনেক ফোন বাজারে এসেছে। সেই মতোই Nothing Phone 2 আজ অর্থাৎ 11 জুলাই বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনটি ভারতে 8:30 টায় লঞ্চ হবে। এবার প্রশ্ন হল আপনি এই লঞ্চ ইভেন্ট কোথায় দেখবেন? আপনি ঘরে বসেই কোম্পানির ইউটিউব চ্যানেলে এই নতুন মোবাইল ফোনের লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন। এমনকী আপনাকে এই ফোন কেনার জন্য বেশি অপেক্ষাও করতে হবে না। আপনি আজ রাত 9টা থেকে স্মার্টফোনটি কিনে নিতে পারবেন।

কোথায় এর বিক্রি শুরু হবে?

আপনি Flipkart-এর মাধ্যমে ফোনটি অর্ডার করতে পারবেন। আপনি এই ফোনে কোনও অফার পাবেন কি না, তা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে বিস্তারিত লঞ্চ ইভেন্টেই জানা যাবে। আগের ভার্সনের তুলনায় কোম্পানি নতুন ফোনে অনেক পরিবর্তন করেছে। জেনে নিন কত দামে আপনি এই ফোনটি কিনতে পারবেন। এছাড়াও ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Nothing Phone 2-এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন:

দামের কথা বললে, কোম্পানি এই নতুন ফোনটি 40 থেকে 45,000 টাকার মধ্যে লঞ্চ করতে পারে। আপনি এতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, যাতে 50+50MP-এর দু’টি ক্যামেরা থাকবে। ফোনের সামনে সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 32MP ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে 120hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে থাকবে। Nothing Phone 2-এ Snapdragon 8th Plus 1st জেনারেশন প্রসেসর এবং 4700 mAh ব্যাটারি দেবে কোম্পানি। স্মার্টফোনে, আপনি পাঞ্চ হোল ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্টও পাবেন।

ডিজাইনের দিক থেকে কোম্পানিটি নতুন ফোনে অনেক পরিবর্তন করেছে, যার মধ্যে কোম্পানি LED লাইটগুলিকে পেছনের প্যানেলে ছোট ছোট অংশে ভাগ করেছে। আগের ভার্সনে গোল ডিজাইনে দেখা গিয়েছিল। আর পিছনের প্যানেলের উপরের ডানদিকে একটি লাল দাগও দেওয়া হয়েছে।

এছাড়াও চিনা স্মার্টফোন নির্মাতা Oppo Reno সিরিজের অধীনে ভারতে 3টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি Oppo reno 10,10 Pro এবং 10 Pro Plus স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির তরফে এখনও বেস মডেলের দাম প্রকাশ করা হয়নি। Oppo reno 10 Pro-এর দাম 39,999 টাকা আর 10 Pro Plus-এর দাম 54,999 টাকা।