Nothing Phone 2 রেন্ডার লিক, এক ফোঁটাও বদলায়নি লুক! সিইও বলছেন, ‘ওটা ভুয়ো’
Nothing গত বছর এই জুলাই মাসেই তাদের প্রথম ফোনটি লঞ্চ করেছিল। সেই সময়ই সংস্থাটি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিল, ফিচার ও স্পেসিফিকেশনের থেকে তাদের কাছে ফোনের লুক ও ডিজ়াইন আরও বেশি গুরুত্বের। তাই, Nothing Phone 2-এ যদি তেমন কোনও ফিচার্স না-ও থাকে, ডিজ়াইনে অন্তত কিছু না কিছু পরিবর্তন থাকবেই।
Nothing Phone 2 নিয়ে উত্তেজনা তুঙ্গে। 11 জুলাই লঞ্চ করছে নাথিংয়ের দ্বিতীয় এবং দ্বিতীয় প্রজন্মের ফোনটি। সংস্থার সিইও কার্ল পেই ইতিমধ্যেই Nothing Phone (2) সম্পর্কে একাধিক তথ্য জানিয়েছেন। একাধিক নতুন আপগ্রেড দেওয়া হচ্ছে ফোনটিতে, যার মধ্যে রয়েছে একটি ফ্ল্যাগশিপ-গ্রেড চিপসেট। এর মধ্যেই ফোনের একটি ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, নাথিং ফোন 2 ঠিক এরকমই দেখতে হবে। সেখানে লুক ও ডিজ়াইনের দিক থেকে Nothing Phone 1-এর সঙ্গে সেরকম কোনও ফারাক লক্ষ্য করা যায়নি। সেই দাবিই সম্পূর্ণ ভুল বলে জানালেন কার্ল পেই।
Nothing গত বছর এই জুলাই মাসেই তাদের প্রথম ফোনটি লঞ্চ করেছিল। সেই সময়ই সংস্থাটি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিল, ফিচার ও স্পেসিফিকেশনের থেকে তাদের কাছে ফোনের লুক ও ডিজ়াইন আরও বেশি গুরুত্বের। তাই, Nothing Phone 2-এ যদি তেমন কোনও ফিচার্স না-ও থাকে, ডিজ়াইনে অন্তত কিছু না কিছু পরিবর্তন থাকবেই। এখন যে রেন্ডারটি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে নতুন ফোনটিও অনেকটা Nothing Phone (1)-এর মতোই। ওই রেন্ডার ইঙ্গিত দিয়েছে, ডিজ়াইনে খুব সামান্যই কিছু পরিবর্তন করা হবে। কোম্পানির সিইও কার্ল পেই দাবি করেছেন, সেই রেন্ডারটি ভুয়ো।
Nothing Phone (2): রেন্ডারটি প্রকাশ্যে আনলেন কে
টিপস্টার Steve ‘OnLeaks’ Hemmerstoffer তাঁর টুইটার পেজ থেকে Nothing Phone (2)-এর সাম্প্রতিকতম রেন্ডারটি প্রকাশ করেছেন। গ্রাহক মহলে এই পেজের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে অনেক আগেই। কারণ, OnLeaks এই পেজ থেকে একাধিক বার এমন কিছু ফিউচার ডিভাইসের রেন্ডার প্রকাশ করেছে, যেগুলি হুবহু মিলে গিয়েছে। মূলত, ফ্যাক্টরি স্কেম্যাটিক্সের উপরে ভিত্তি করে রেন্ডারগুলি প্রকাশ করা হয়। Nothing Phone (2)-এর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু তারপরেও এই রেন্ডারকে ভুয়ো বলা হচ্ছে কেন?
Nothing Phone 1-এর থেকে অনেকটাই আলাদা Nothing Phone (2)
Nothing Phone (2)-এর এই রেন্ডার ছবিটি একটি প্রোটোটাইপ ডিভাইসের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। একটা ডিজ়াইন ফাইনাল করার আগে কোম্পানি একাধিক বার বিভিন্ন প্রোটোটাইপ নিয়ে নাড়াচাড়া করে। তাই, OnLeaks-এর কাছে যে প্রোটোটাইপ এসেছে, তা এক্কেবারে শুরুর সময়কার প্রোটাইপ। ফাইনাল প্রোডাক্টে রিফ্লেক্ট করছে না সেই প্রোটোটাইপটি।
কার্ল পেই কী বলছেন
অনলাইনে রেন্ডারটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার পরে কার্ল পেই একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘ভুয়ো’। অর্থাৎ নাথিং সিইও-ই যখন বলে দিচ্ছেন রেন্ডারটি ভুয়ো, তখন আর সেটিকে কীভাবে বিশ্বাস করা যায়! এর মধ্যেই আবার টুইটারে Nothing ভক্তরা কার্ল পেই-কে ভর্ৎসনা করতে লেগেছেন, ফোনের ডিজ়াইন না বদলানোর জন্য। এসবের মধ্যেই কার্ল বলেছেন, ‘আপনারা শুধু অপেক্ষা করুন, আর তারপরই দেখুন।’