Samsung-কে টক্কর দিতে মরিয়া Oppo! কম দামের এই ফোনে ফিচার দেখলে চমকে যাবে যে কেউ!

OPPO A78 4G Price: 5G জমানায় নতুন করে 4G স্মার্টফোন আনলে, তার দাম যে অনেকটাই কম হবে, তা আর বলার অপেক্ষা থাকে না। লঞ্চের আগেই অনেক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনটি দেখা গিয়েছে।

Samsung-কে টক্কর দিতে মরিয়া Oppo! কম দামের এই ফোনে ফিচার দেখলে চমকে যাবে যে কেউ!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 12:13 PM

OPPO A78 4G Launch Date: OPPO একের পর এক নতুন স্মার্টফোন বাজারে এনে চলেছে। বেশ কয়েকদিন ধরেই OPPO A78 4G ফোনটি আলোচনার বিষয় হয়ে রয়েছে। তবে 5G জমানায় নতুন করে 4G স্মার্টফোন আনলে, তার দাম যে অনেকটাই কম হবে, তা আর বলার অপেক্ষা থাকে না। লঞ্চের আগেই অনেক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনটি দেখা গিয়েছে। ফোনটির ফাঁস হওয়া রেন্ডারে ডিজাইন থেকে শুরু করে ফিচার ও স্পেসিফিকেশন সব কিছুই সামনে এসেছে। টিপস্টার সুধাংশু সেই রেন্ডার শেয়ার করে আরও অনেক তথ্য দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক OPPO A78 4G-এর স্পেসিফিকেশন ও ফিচার।

OPPO A78 4G-এর রেন্ডার ফাঁস:

এর আগে জানুয়ারিতে OPPO A78 4G-এর একটি 5G ভার্সন বাজারে এনেছিল কোম্পানিটি। ফোনটির জনপ্রিয়তা দেখে কম দামে 4G ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ করছে বলে মনে করা হচ্ছে। আসন্ন OPPO A78 4G এর ডিজাইনে ডিসপ্লের উপরের বাঁ কোণে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে। পিছনের প্যানেলে দু’টি রিং সহ একটি গোল ক্যামেরা মডিউল থাকবে, যেখানে দু’টি সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ পেয়ে যাবেন। ফোনটিতে একটি কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর থাকতে পারে এবং পাওয়ার এবং ভলিউম বোতামগুলি ডান পাশে রাখা হবে। রেন্ডারিং অনুযায়ী, Oppo A78 4G সবুজ এবং কালো রঙের অপশনে বাজারে আসবে। তবে জানুয়ারিতে আসা 5G মডেলের দাম 18,999 টাকা। যেহেতু এটি একটি 4G মডেল, তাই এর দাম আগের মডেলের তুলনায় অনেকটাই কম হবে বলে আশা করা হচ্ছে।

এক রিপোর্ট অনুসারে, OPPO A78 4G-এর 5G ভার্সনের তুলনায় কিছুটা আলাদা ফিচার থাকবে। এতে FHD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.43-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। অপটিক্স হিসেবে, এটিতে একটি 50MP মেন ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ইউনিট থাকতে পারে। অর্থাৎ অনেক কম দামে আপনি 50MP মেন ক্যামেরা সহ একটি ফোন কিনতে পারবেন।

OPPO A78 4G-এ স্ন্যাপড্রাগন 680 প্রসেসর ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। এতে 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। সাম্প্রতিক FCC সার্টিফিকেশন অনুযায়ী, এই স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি থাকবে। রিপোর্ট অনুযায়ী, এটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ ফাস্ট চার্জিং নিয়ে চিন্তার কোনও বিষয় নেই।