জম্পেশ Poco F4 5G ফোনের আত্মপ্রকাশ ভারতে, দাম একটু বেশি, তবে স্পেসিফিকেশন লাজবাব!

Poco F4 5G Price And Specifications: পোকো এফ4 5G ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। তিনটি স্টোরেজ মডেলে নিয়ে আসা হয়েছে ফোনটি, যাদের দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। কী-কী স্পেসিফিকেশনস রয়েছে, একবার দেখে নিন।

জম্পেশ Poco F4 5G ফোনের আত্মপ্রকাশ ভারতে, দাম একটু বেশি, তবে স্পেসিফিকেশন লাজবাব!
Poco F4 5G: এক দুরন্ত ক্যামেরার স্মার্টফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2022 | 11:08 PM

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ করে গেল Poco F4 5G ফোনটি। বৃহস্পতিবার ভারতের মার্কেটে লঞ্চ হওয়া এই নতুন হ্যান্ডসেটে রয়েছে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 870 প্রসেসর এবং 120Hz AMOLED ডিসপ্লে। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনসের মধ্যে রয়েছে, ডলবি অ্যাটমস এবং ডলবি ভিসন প্রযুক্তি। সব মিলিয়ে এই ফোনটি আসলে Redmi K40S-এর রিব্র্যান্ডেড ভার্সন, যা গত মার্চে চিনে লঞ্চ করেছিল। এখন এই ফোনের দাম কত, কী কী স্পেসিফিকেশনস রয়েছে, সেই সব তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

Poco F4 5G ভারতে দাম ও উপলব্ধতা

মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে ভারতে নিয়ে আসা হয়েছে Poco F4 5G ফোনটি। তার মধ্যে বেস 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে 27,999 টাকা। পরের মডেল 8GB + 128GB স্টোরেজ স্পেসের দাম 29,999 টাকা এবং সর্বশেষ অর্থাৎ টপ অফ দ্য লাইন 12GB + 256GB মডেলটির দাম 33,999 টাকা। নেবুলা গ্রিন এবং নাইট ব্ল্যাক – এই দুই কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির।

Poco F4 5G Look

27 জুন থেকে Flipkart-এ এই Poco F4 5G ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। লঞ্চ অফার হিসেবে মিলবে 1,000 টাকা ডিসকাউন্ট। আবার যাঁদের কাছে একটা SBI ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড রয়েছে, তাঁরা পেয়ে যাবেন 3,000 টাকা ডিসকাউন্ট। সাধারণত সব ফোনে এখন এক বছরের ওয়ারান্টি দেওয়া হয়। কেবল এই Poco F4 5G ফোনের ক্ষেত্রেই সংস্থাটির তরফ থেকে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Poco F4 5G স্পেসিফিকেশনস

ডিসপ্লে – এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চির ফুল HD+ E4 AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360Hz। এই ডিসপ্লে আবার DCI-P3 কালার গ্যামুট সাপোর্ট করবে। পাশাপাশি নেটফ্লিক্সের ক্ষেত্রে ডলবি ভিসন এবং অ্যামাজন প্রাইম ভিডিয়োর ক্ষেত্রে HDR10+ সাপোর্ট করবে ফোনটি। কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত এই ডিসপ্লে।

প্রসেসর – কোনও ঝক্কি ছাড়া মাল্টি-টাস্কিংয়ের জন্য Poco F4 5G ফোনে দেওয়া হয়েছে একটি অত্যন্ত শক্তিশালী Snapdragon 870 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM-এর সঙ্গে।

Poco F4 5G Camera

ক্যামেরা – ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 64MP সেন্সর। এই প্রাইমারি ক্যামেরা অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। এছাড়াও এই ক্যামেরা সেটআপে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং 2MP ম্যাক্রো শুটার। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 20MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি – এই পোকো স্মার্টফোনে রয়েছে একটি 4,500mAh Li-Polymer ব্যাটারি, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

RAM ও স্টোরেজ – Poco F4 5G ফোনের 6GB, 8GB ও 12GB পর্যন্ত RAM ভ্যারিয়েন্ট রয়েছে এবং 128GB ও 256GB পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে। তবে কোনও ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট নেই। ফলে, ফোনের স্টোরেজও বাড়িয়ে নেওয়া সম্ভব নয়।