Redmi A2 বিক্রি হচ্ছে 6,299 টাকায়, আপনি কিনতে পারেন মাত্র 49 টাকায়

Redmi A2 Offers: আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করেন, তাহলে Redmi A2 ফোনটি অনেক কম দামে কিনে নিতে পারবেন। এতে Amazon-এ প্রচুর অফার পরিমাণে অফার দেওয়া হচ্ছে।

Redmi A2 বিক্রি হচ্ছে 6,299 টাকায়, আপনি কিনতে পারেন মাত্র 49 টাকায়
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 3:50 PM

Redmi A2 Price: ই-কমার্স সাইটগুলিতে সারা বছর ধরেই একের পর এক সেল চলতে থাকে। কখনও আবার আলাদা করে ফোন, স্মার্ট টিভি, বিভিন্ন গ্যাজেটের উপর ছাড় দেওয়া হয়। কিন্তু সেল ছাড়াও বিভিন্ন সময় অনেক অফার দেওয়া হয়। কয়েকদিন আগেই Amazon-এ আমাজনে প্রাইম ডে সেল চলছিল। সেই সেল শেষ হয়ে গিয়েছে। কিন্তু কিছু কিছু ফোনে অফার এখনও চলছে। এখান থেকে আপনি এখনও খুব কম দামে ফোন কিনতে পারবেন। আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করেন, তাহলে Redmi A2 ফোনটি অনেক কম দামে কিনে নিতে পারবেন। এতে Amazon-এ প্রচুর অফার পরিমাণে অফার দেওয়া হচ্ছে। সমস্ত অফারের পরে এই ফোনটি 5,999 টাকায় কিনতে পারবেন। এছাড়া আপনি এই ফোনে 5,950 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাবেন। তখন এই ফোনের দাম হবে মাত্র 45 টাকা।

কী-কী অফার রয়েছে?

Redmi A2-এর 2 GB RAM এবং 32 GB স্টোরেজের মডেলটির (ভ্যারিয়েন্ট) দাম 8,999 টাকা। কিন্তু আপনাকে এই ফোনটি কেনার জন্য এত বেশি টাকা খরচ করতে হবে না। এতে 30 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টের পরে আপনি ফোনটি 6,299 টাকায় কিনতে পারবেন। EMI-এর অপশনও পাবেন। ইএমআই-এ ফোন কিনতে আপনাকে প্রতি মাসে 301 টাকা দিতে হবে। আবার কেনার সময় 300 টাকার একটি কুপনও পাবেন। সেই সব কিছুর পর এর দাম হবে 5,999 টাকা। এখানেই শেষ নয়, এই ফোনে আপনি 5,950 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন। আপনার যদি একটি পুরানো ফোন থাকে, তবে আপনি এটি এক্সচেঞ্জ করতে পারেন। এর জন্য একটি শর্ত মেনে চলতে হবে। আপনার পুরনো ফোনের অবস্থা ভাল হতে হবে। তাহলেই আপনি এত টাকার ছাড় পাবেন।

কেন কিনবেন এই ফোন?

ফোনটিতে একটি 6.4-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে 2 জিবি RAM দেওয়া হয়েছে। তবে আপনি এর RAM 8 জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ফোনটিতে একটি 8-মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়াও একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে। আপনি এই ফোনে একটি মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।