Redmi-র অত্যন্ত জনপ্রিয় এই দুই স্মার্টফোন ভারতে এখন 1,500 টাকা পর্যন্ত সস্তা

Redmi Note 11 ফোনটি লঞ্চ করা হয়েছিল 13,499 টাকা। প্রাইস কাটের পরে সেই ফোনের দাম এখন 12,999 টাকা। এই দাম ফোনের 4GB RAM + 64GB স্টোরেজের জন্য। অন্য দিকে আবার Redmi Note 11S ফোনের দাম এখন 15,999 টাকা।

Redmi-র অত্যন্ত জনপ্রিয় এই দুই স্মার্টফোন ভারতে এখন 1,500 টাকা পর্যন্ত সস্তা
এই দুই Redmi ফোনের দাম কমাল Xiaomi।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2022 | 3:43 PM

Redmi Smartphones: ভারতে আট বছর পূর্ণ হল Xiaomi-র জনপ্রিয় Redmi সিরিজ়ের। সেই শুভক্ষণেই সংস্থাটি ভারতে দুটি অত্যন্ত পপুলার Redmi ফোনের দাম কমাল। সেই ফোন দুটি হল Redmi Note 11 এবং Redmi Note 11S। এই দুই মডেলের দামই যথাক্রমে 1,500 টাকা পর্যন্ত কমানো হয়েছে। এদের মধ্যে Redmi Note 11 ফোনটি লঞ্চ করা হয়েছিল 13,499 টাকা। প্রাইস কাটের পরে সেই ফোনের দাম এখন 12,999 টাকা। এই দাম ফোনের 4GB RAM + 64GB স্টোরেজের জন্য। অন্য দিকে আবার Redmi Note 11S ফোনের দাম এখন 15,999 টাকা। ফোনটির দাম 1,500 টাকা কমানো হয়েছে। এই ফোনই ভারতে লঞ্চ করা হয়েছিল 16,499 টাকায়।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল Redmi Note 11 এবং Redmi Note 11S। এখন এই দুই ফোনের সবক’টি মডেলের দাম কত, সেগুলিই একনজরে দেখে নেওয়া যাক।

1) Redmi Note 11 (4GB+64GB) – 12,999 টাকা (500 টাকা দাম কমার পর)

2) Redmi Note 11 (6GB+64GB) – 13,499 টাকা (500 টাকা দাম কমার পর)

3) Redmi Note 11 (6GB+128GB) – 14,499 টাকা (500 টাকা দাম কমার পর)

4) Redmi Note 11S (6GB+64GB) – 15,999 টাকা (500 টাকা দাম কমার পর)

5) Redmi Note 11S (6GB+128GB) – 15,999 টাকা (1,500 টাকা দাম কমার পর)

6) Redmi Note 11S (8GB+128GB) – 16,999 টাকা (1,500 টাকা দাম কমার পর)

Redmi Note 11 এবং Redmi Note 11S এই দুই ফোনেরই নতুন দাম লাইভ হয়ে গিয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজ়ন ও ফ্লিপকার্টে। এই ফোন দুটির ফিচার্স ও স্পেসিফিকেশন আরও একবার ঝালিয়ে নেওয়া যাক।

Redmi Note 11 স্পেসিফিকেশন

এটি একটি 4G স্মার্টফোন। পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। তিনটি কালার অপশন রয়েছে- হরাইজ়ন ব্লু, স্পেস ব্ল্যাক এবং স্টারবার্স্ট হোয়াইট। এই ডিভাইসে রয়েছে 6.43 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 33W ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অফার করছে ফোনটি। কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা।

Redmi Note 11S স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে পারফরম্যান্সের জন্য একটি মিডিয়াটেক হেলিও G96 অক্টা-কোর চিপসেট। 6.43 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে, যার রেজ়োলিউশন 1080X2400 পিক্সেলস। কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে এই ফোনেও, যার প্রাইমারি সেন্সর 108MP। এছাড়া রয়েছে একটি 8MP আলট্রা-ওয়াইড ক্যামেরা, 2MP ডেপথ ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে।