Samsung Galaxy A14 4G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ক্রেতাদের উৎসাহ বাড়তেই ফাঁস হয়ে গেল দাম

Samsung Galaxy A14 4G Price: Samsung Galaxy A14 4G চলতি বছরের শুরুতে মালয়েশিয়ায় লঞ্চ হয়েছিল। তার তারপর থেকেই বহু মানুষ এই ফোনটির অপেক্ষায় ছিলেন। তাই এবার ভারতে আনা হচ্ছে।

Samsung Galaxy A14 4G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ক্রেতাদের উৎসাহ বাড়তেই ফাঁস হয়ে গেল দাম
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 2:28 PM

Samsung Galaxy A14 4G Launch Date: Samsung-তার নতুন স্মার্টফোন Samsung Galaxy A14 4G শীঘ্রই ভারতের বাজারে আনতে চলেছে। তবে তার জন্য এখনও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। কিন্তু লঞ্চের তারিখ প্রকাশের আগেই ফোনটির দাম ফাঁস হয়েছে। Samsung Galaxy A14 4G চলতি বছরের শুরুতে মালয়েশিয়ায় লঞ্চ হয়েছিল। তার তারপর থেকেই বহু মানুষ এই ফোনটির অপেক্ষায় ছিলেন। তাই এবার ভারতে আনা হচ্ছে। Samsung Galaxy A14 4G-তে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6-ইঞ্চি PLS LCD ডিসপ্লে রয়েছে।

ফোন দু’টির দাম জেনে নিন:

ফোন দু’টিকে বেশ কম দামেই বাজারে আনা হবে। সাধারণত কোম্পানির কম দাম থেকে শুরু করে বেশি দাম, সবই রয়েছে। তবে Samsung Galaxy A14 4G ফোনটি দু’টি ভ্যারিয়েন্টে আনা হবে। 4GB RAM সহ 64GB স্টোরেজের দাম 13,999 টাকা এবং 128GB মডেলের দাম 14,999 টাকা।

Samsung Galaxy A14 4G-এর স্পেসিফিকেশন:

Samsung Galaxy A14 4G-এ ডুয়াল ন্যানো সিম সাপোর্ট রয়েছে। এছাড়াও, ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6-ইঞ্চি PLS LCD ডিসপ্লে রয়েছে। এতে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যদিও কোম্পানি এটির নাম দেয়নি, তবে মনে করা হচ্ছে এতে মিডিয়াটেক হেলিও জি80 চিপ রয়েছে। ফোনটিতে 6 GB RAM ও 128 GB স্টোরেজ রয়েছে। এছাড়া এতে রয়েছে Android 13 ভিত্তিক One UI 5.0।

আপনি Samsung Galaxy A14 4G-তে তিনটি রিয়ার ক্যামেরা পাবেন। যার মধ্যে প্রাইমারি লেন্সটি 50 মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনের সামনে একটি 13-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

এই Samsung ফোনে কানেক্টিভিটির জন্য Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.1, GPS, NFC এবং USB Type-C পোর্ট রয়েছে। এছাড়াও Galaxy A14 4G এবং একটি 3.5mm হেডফোন জ্যাক এবং Type-C পোর্ট সহ একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটিতে 15W ফাস্ট চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। ফলে বুঝতেই পারছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে ফোনটি চার্জ হয়ে যাবে।