iPhone 12 Mini কিনুন ফ্লিপকার্ট থেকে, প্রায় 40 হাজার টাকার ছাড়

iPhone 12 Mini Price: iPhone 12 Mini সিরিজের দাম অনেকটাই কমেছে। তাই আপনি অনেক কম দামে এই ফোনটি কিনে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আপনি এই ফোনে কী-কী অফার পাচ্ছেন।

iPhone 12 Mini কিনুন ফ্লিপকার্ট থেকে, প্রায় 40 হাজার টাকার ছাড়
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 2:28 PM

iPhone 12 Mini Offer: iPhone কেনার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু দামের জন্য অনেকেই কিনতে পারে না। কিন্তু আপনার জন্য একটি সুখবর আছে। iPhone 12 Mini সিরিজের দাম অনেকটাই কমেছে। তাই আপনি অনেক কম দামে এই ফোনটি কিনে নিতে পারবেন। বর্তমানে অনেকেই অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন। তাই ই-কমার্স সাইটগুলিও একের পর এক অফার দেয়। যাতে বিক্রি বাড়ানো যায়। তাই আপনিও যদি একটি আইফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। চলুন দেখে নেওয়া যাক আপনি এই ফোনে কী-কী অফার পাচ্ছেন।

iPhone 12 Mini সিরিজের দাম এবং অফার:

ই-কমার্স সাইট Flipkart-এ iPhone 12 mini-এর 64GB ভ্যারিয়েন্টের দাম 59,900 টাকা। তবে ই-কমার্স সাইটে ডিস্কাউন্টের পর ফোনটি মাত্র 20,999 টাকায় কিনতে পারবেন। Flipkart-এ ছাড়ের পরে iPhone 12 Mini-এ আপনি 8,901 টাকা বাঁচাতে পারবেন। এখানেই শেষ না, আপনি আরও অনেক অফার পেয়ে যাবেন। এই ফোনে আপনি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও পাবেন। এতে আপনার ফোনের দাম অনেকটাই কমে যাবে। Flipkart Axis Bank ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন।

আপনি যদি আপনার পুরনো ফোনটি Flipkart-এ দেন, তাহলে নতুন ফোনে 30,000 টাকা ছাড় পাবেন। তবে এক্ষেত্রে একটি শর্ত আপনাকে মাথায় রাখতে হবে। তা হল আপনার পুরনো ফোনের অবস্থা ভাল হতে হবে। তবেই আপনি এত টাকা ছাড় পাবেন। তাছাড়াও আপনার ফোনের মডেলের উপরও ছাড় নির্ভর করবে।

iPhone 12 mini-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

iPhone 12 mini-এ 5.40-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে, যার 1080×2340 পিক্সেল। ফোনটি iOS 14-এ কাজ করে। 12 মিনিতে iOS 14 প্রসেসর দেওয়া হয়েছে। iPhone 12 mini-এ রয়েছে 4 GB RAM + 64 GB ইন্টারনাল স্টোরেজ। আইফোনের পেছনে f/1.6 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেলের প্রথম ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা দেওয়া হয়েছে। সামনের ক্যামেরার কথা বললে, এতে f/2.2 অ্যাপারচার সহ একটি 12-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। iPhone 12 mini-এর ব্যাটারি 2227 mAh।