সামনে এল iQoo Neo 8 সিরিজের লঞ্চ ডেট, 9 মিনিটে 50% চার্জ হবে ফোন
iQoo Neo 8 Series: কোম্পানিটি iQoo Neo 8 সিরিজের অধীনে iQoo Neo 8 5G এবং iQoo Neo 8 Pro লঞ্চ করতে চলেছে। উভয় ফোনেই MediaTek Dimensity 9200+ এবং 5000 mAh ব্যাটারি থাকবে।
iQoo Neo 8 Series Launch Date:বিগত কয়েক বছরে স্মার্টফোন ব্র্যান্ড IQoo ভারতীয় বাজারে বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে একের পর এক স্মার্টফোন এনে হাজির করছে। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, IQoo তার নতুন নিও সিরিজ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজটি চলতি বছরের 23 মে বাজারে আসতে পারে। অর্থাৎ আপনাকে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এই নতুন ফোনের জন্য। এখন প্রশ্ন হল এই সিরিজে কোন কোন ফোন রাখা হয়েছ? চলুন জেনে নেওয়া যাক। কোম্পানিটি iQoo Neo 8 সিরিজের অধীনে iQoo Neo 8 5G এবং iQoo Neo 8 Pro লঞ্চ করতে চলেছে। উভয় ফোনেই MediaTek Dimensity 9200+ এবং 5000 mAh ব্যাটারি থাকবে। ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যাবে। কোম্পানির দাবি, ফোনটি 9 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। লঞ্চের আগেই এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে অনেক কিছু জানা গিয়েছে।
iQoo Neo 8 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন:
দু’টি ফোনেই MediaTek Dimensity 9200+ প্রসেসর থাকবে। ফোনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট সহ আসতে পারে বলে আশা করা হচ্ছে। আপাতত ফোনটির দাম সম্পর্কে কোনও তথ্য দেয়নি কোম্পানি। তবে এটির দাম খুব একটা বেশি হবে না বলেই মনে করা হচ্ছে।
এই সিরিজে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি পেয়ে যাবেন। কোম্পানি iQoo Neo 8 5G এবং iQoo Neo 8 Pro-এর দ্রুত চার্জিং সম্পর্কে জানিয়েছে যে, ফোনটি মাত্র 9 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন, কত কম সময়ের মধ্যে আপনার ফোনটি চার্জ হয়ে যাবে।
কোম্পানি স্মার্টফোনের ডিসপ্লে এবং প্রসেসরের স্পেসিফিকেশনও শেয়ার করেছে। iQoo-এর একটি পোস্টার অনুসারে, iQoo Neo 8 5G Pro 16GB RAM-এর সঙ্গে MediaTek 9200+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও, স্মার্টফোনটি 1.5K ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট 144Hz। অর্থাৎ আপনি যে কোনও ভিডিয়ো একদম ঝকঝকে দেখতে পারবেন।