Metro on Eid: ইদের দিন কমছে মেট্রোর সংখ্যা, থাকছে স্পেশ্যাল সার্ভিস! দেখে নিন কোন স্টেশন থেকে কখন ছাড়বে
Metro on Eid: নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও বদল থাকছে না। একই ছবি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রের ক্ষেত্রেও। নোওপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়ছে সকাল ৬টা ৫০ মিনিটে।

কলকাতা: ইদের দিন কমছে মেট্রোর সংখ্যা। ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া-দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী রাস্তায় সাধারণ দিনে যেখানে ২৬২টি মেট্রো চলে, ৩১ তারিখ তা কমে হচ্ছে ২৩৬। ওইদিন আপ লাইনে চলবে ১১৮টি মেট্রো, একইসঙ্গে ডাউন লাইনে চলবে ১১৮টি মেট্রো। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে।
তবে নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও বদল থাকছে না। একই ছবি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রের ক্ষেত্রেও। নোওপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়ছে সকাল ৬টা ৫০ মিনিটে। একই সময় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য ছাড়ছে একটি মেট্রো। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়ছে সকাল ৬টা ৫৫ মিনিটে। একইসময়ে মহানায়ক উত্তম কুমার (টলিগঞ্জ) থেকে একটি মেট্রো ছেড়ে আসছে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে।
রাতের ক্ষেত্রেও একই ছবি। রাত ৯টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে আসছে আরও একটি মেট্রো। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রোটি ছেড়ে আসছে রাত ৯টা ২৮ মিনিটে। ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে ছেড়ে আসছে আরও একটি মেট্রো। অন্যদিন এটাই শেষ মেট্রো হলে ৩১ তারিখ ব্লু লাইনে রাতে থাকছে স্পেশ্য়াল মেট্রো। রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে ছেড়ে আসছে আরও স্পেশ্যাল মেট্রো।
গ্রিন লাইন-১ অর্থাৎ শিয়ালদহ-সেক্টর ফাইভের মধ্যে ওই দিন মোট ৯০টি মেট্রো চলবে। এর মধ্যে ৪৫টি আপ লাইনে, ৪৫টি ডাউন লাইনে চলবে। তবে আর পাঁচদিনের মতো গ্রিন লাইন-২, পার্পেল লাইন, অরেঞ্জ লাইনে মেট্রোর সূচিতে ওই দিন কোনও বদল থাকছে না।





