Behala: মাত্র দেড় মাস আগে বিয়ে! পর্ণশ্রী থানা এলাকায় উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ
Behala: পরিবারের সদস্যদের দাবি, আত্মহত্যা করেছেন পূজা সিং নামে বছর আঠাশের ওই যুবতী। যদিও মৃত্যুর কারণ ও মৃত্যুর ধরন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে আদৌও আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বেহালা: বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত পাঠকপাড়া রোডের কাছে একটি বাড়ি থেকে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মামলার রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের।
পরিবারের সদস্যদের দাবি, আত্মহত্যা করেছেন পূজা সিং নামে বছর আঠাশের ওই যুবতী। যদিও মৃত্যুর কারণ ও মৃত্যুর ধরন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে আদৌও আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রে খবর, পূজার বিয়ে হয়েছিল মাত্র দেড় মাস আগে। স্বামী মুকেশ সিং একটি তথ্য-প্রযুক্তি সংস্থায় কাজ করেন বলে জানা যাচ্ছে। পরিবারের তরফে এও জানা যাচ্ছে, আত্মঘাতী হওয়ার আগে শনিবার রাতে স্বামীকে ভিডিয়ো কল করেছিলেন ওই গৃহবধূ।
স্বামীর সঙ্গে ফোনে পূজার কী কথা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। স্বামীর সঙ্গে কোনও অশান্তি নাকি অন্য কোনও পারিবারিক ঝামেলার কারণেই এই ঘটনা কিনা তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। সদ্য বিয়ের মধ্যেই কী এমন ঘটনা ঘটল তার জেরে এত বড় ঘটনা ঘটে গেল তাতে চাপানউতোর বেড়েছে প্রতিবেশীদেরও। সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন এলাকার লোকজন।





