অর্ধেকেরও কম দামে ফ্লিপকার্টে মিলছে Samsung Galaxy Z Flip 3, তাড়াতাড়ি চেক করুন

Samsung Galaxy Z Flip 3 Price: Flipkart Big Saving Days Sale-এ আপনি Samsung Galaxy Z Flip 3 অনেক কম দামে কিনে নিতে পারবেন। এই প্রিমিয়াম ফোল্ডিং স্মার্টফোনটি 50,000 টাকার কম দামে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে।

অর্ধেকেরও কম দামে ফ্লিপকার্টে মিলছে Samsung Galaxy Z Flip 3, তাড়াতাড়ি চেক করুন
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 9:15 AM

Samsung Galaxy Z Flip 3 Discount: বর্তমানে বাজারে অনেক ফোল্ডিং স্মার্টফোন পাওয়া যায়। তবে বিগত কয়েক বছরে তার পরিমাণ অনেক বেড়েছে। নতুন নতুন অনেক কোম্পানি ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনছে। তবে সে সব ফোনগুলির দামও অনেক বেশি হয়। তাই অনেকে কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারেন না। আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে Samsung-এর ফ্লিপ ফোন কিনতে পারেন। Samsung Galaxy Z Flip 3 বর্তমানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তবে কোথা থেকে কিনবেন এই ফোন? Flipkart Big Saving Days Sale-এ আপনি Samsung Galaxy Z Flip 3 অনেক কম দামে কিনে নিতে পারবেন। এই প্রিমিয়াম ফোল্ডিং স্মার্টফোনটি 50,000 টাকার কম দামে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। কী-কী অফার পাবেন এই ফোনে? চলুন দেখে নেওয়া যাক।

কী-কী অফার রয়েছে?

আপনি ফ্লিপকার্ট সেল থেকে 44,999 টাকায় Samsung Galaxy Z Flip 3 কিনতে পারবেন। আপনি এই দামে ফোনের 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন। কালো এবং সাদা রঙে পেয়ে যাবেন। আপনি যদি SBI কার্ড ব্যবহার করে কেনেন, তাহলে আপনি 1250 টাকার ছাড় পাবেন। আপনি এক্সচেঞ্জ অফারের সুবিধাও পেয়ে যাবেন।

আপনি এই ফোন কেন কিনবেন?

Samsung Galaxy Z Flip 3 ফোনটি 2021 সালে লঞ্চ করেছিল। সেই সময়ে কোম্পানি এই ফোনটির দাম রেখেছিল 95,999 টাকা। বর্তমানে প্রায় অর্ধেক দামে চলে এসেছে। ফোনটিতে Android 13 OS ব্যবহার করা হয়েছে। এটিতে Android 14 আপডেট পেয়ে যাবেন।

এতে একটি 1.9-ইঞ্চি বাইরের ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেন লেন্স 12MP। এছাড়াও আপনি এতে 10MP ফ্রন্ট ক্যামেরা পাবেন। ফোনটিতে 3300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর পেয়ে যাবেন। এটি একটি 5G স্মার্টফোন। তাই যদি এই এই ফোনটি কিনতে চান, তাহলে এখনই কিনে নিন। এই সুযোগ আর পাবেন না।