Redmi Note 12 Pro+ ভারতে লঞ্চ হতে পারে Xiaomi 12i Hypercharge নামে, সম্ভাব্য দাম ও ফিচার জেনে নিন
Redmi Note 12 Pro+ ফোনটি ভারতে হাজির হতে পারে Xiaomi 12i Hypercharge নামে। ফোনটির দাম ভারতে 30,000 টাকা হতে পারে। কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে, দেখে নিন।
Xiaomi 12i Hypercharge India Launch: চিনে সম্প্রতি হাজির হয়েছে Redmi Note 12 Series। এবার ভারতে আসতে চলেছে এই সিরিজের ফোনগুলি। তার মধ্যে Redmi Note 12 Pro+ ফোনটি আসার সম্ভাবনা সবথেকে বেশি, যা MIUI সহযোগেই পরিলক্ষিত হয়েছে। মিড-রেঞ্জের এই ডিভাইসটি ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন প্রাপ্ত করেছে। পাশাপাশি IMEI ডেটাবেসেও এই ফোনটি দেখা গিয়েছে। তবে ফোনটি কবে নাগাদ লঞ্চ করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত বার্তা মেলেনি।
MIUI টেস্টার ক্যাসপার স্কির্জ়পেক টুইটারে দাবি করেছেন যে, Redmi Note 12 Pro+ ফোনটি ভারতে হাজির হতে পারে Xiaomi 12i Hypercharge নামে। যা খুব একটা চমকের বিষয় নয়। কারণ, এর আগেও চিনে লঞ্চ হওয়া একাধিক ফোনের ভারতে এন্ট্রি হয়েছে অন্য নামে। এর আগে ভারতের বাজারে হাজির হয়েছিল Xiaomi 11i Hypercharge ফোনটি, যা চিনে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro+ এর রিব্র্যান্ডেড ভার্সন।
জানুয়ারি মাসে Xiaomi তার Hypercharge সিরিজ়টি নিয়ে আসে, যা অত্যন্ত দ্রুতগামী চার্জিং স্পিড অফার করে। পাশাপাশি ফোনটিতে কিছু প্রিমিয়াম ফিচারও রয়েছে।এদিকে আসন্ন এই Xiaomi 12i hypercharge ভারতে লঞ্চ হতে পারে 120W ফাস্ট চার্জ সহযোগে। ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন অনেকাংশেই এক হতে পারে Redmi Note 12 Pro+ এর মতো, যা ইতিমধ্যেই চিনের বাজারে হাজির হয়েছে।
Xiaomi ফোনটি ভারতে হাজির হতে পারে MediaTek 1080 SoC সহ, এই ফোনে থাকতে পারে HDR 10+ OLED ডিসপ্লে। ফোনের প্যানেলটি 120Hz রিফ্রেশ রেট অফার করছে এবং তার স্ক্রিন সাইজ় 6.67 ইঞ্চি। এই হ্যান্ডসেটে শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। তিনটি ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে এই ফোনে, যা চিনে লঞ্চ হওয়া Redmi Note 12 Pro+ ফোনেও রয়েছে। এই ফোনে থাকতে পারে 200MP প্রাইমারি সেন্সর ও তার সঙ্গে 8MP এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা। মনে করা হচ্ছে, সফটওয়্যার হিসেবে এই ফোনে থাকতে পারে Android 13 OS আউট অফ দ্য বক্স।
Xiaomi 12i Hypercharge ফোনটির দাম ভারতে 30,000 টাকা হতে পারে। এক্ষেত্রে মনে রাখা জরুরি যে, এর আগের মডেলটি ভারতে লঞ্চ হয়েছিল 26,999 টাকা দামে। সেই দিক থেকেই নতুন ফোনের দাম এরকম হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে চিনে Redmi Note 12 Pro+ মডেলের দাম CNY 2,099, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24,000 টাকা। তবে এই দাম হবে না নতুন ফোনটির। Xiaomi এই ফোনের দাম 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যেই রাখবে।