Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nokia G60 5G এসে গেল ভারতে, 50MP ক্যামেরা, 120Hz ডিসপ্লে, দাম 29,999 টাকা

Nokia G60 5G ফোনটির একটাই মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে। সেই 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম 29,999 টাকা। লিমিটেড পিরিয়ড অফারে এই ফোনটি যাঁরা ক্রয় করবেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে Nokia Wired Buds পেয়ে যাবেন, যার দাম 3,599 টাকা।

Nokia G60 5G এসে গেল ভারতে, 50MP ক্যামেরা, 120Hz ডিসপ্লে, দাম 29,999 টাকা
প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাজির Nokia G60 5G।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2022 | 4:58 PM

Nokia G60 5G Launched: Nokia ব্র্যান্ডের লাইসেন্স যাদের কাছে রয়েছে, সেই HMD Global ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সংস্থার সেই লেটেস্ট ফোনের নাম Nokia G60 5G। নাম থেকেই পরিষ্কার এই ফোনটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে, যে পরিষেবা ধীরে ধীরে দেশের সমস্ত প্রান্তে চালু হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যে। সফটওয়্যার হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে Android 12 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম। Nokia নিশ্চিত বার্তা দিয়েছে যে, পরপর তিন বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন এই ফোন ব্যবহারকারীরা। পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 695 প্রসেসর দেওয়া হয়েছে।

Nokia G60 5G: ভারতে দাম, উপলব্ধতা

Nokia G60 5G ডুয়াল-সিম ফোনটি eSIM-ও সাপোর্ট করে। ভারতে 1 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত সময়কালে ফোনটি প্রি-বুকিং করা যাবে। Nokia-র অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল আউটলেট থেকে ফোনটি প্রি-বুকিং করা যাবে। Nokia G60 5G ফোনটি ব্ল্যাক এবং আইস এই দুই রঙে পাওয়া যাবে। একটাই মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে। সেই 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম 29,999 টাকা। লিমিটেড পিরিয়ড অফারে এই ফোনটি যাঁরা ক্রয় করবেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে Nokia Wired Buds পেয়ে যাবেন, যার দাম 3,599 টাকা।

Nokia G60 5G: স্পেসিফিকেশন, ফিচার

এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির বড় ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ফুল HD+ রেজ়োলিউশন (1080×2400 পিক্সেলস) সাপোর্ট করে ফোনটি, কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দ্বারা সুরক্ষিত এই ডিসপ্লে। অ্যান্টিকোয়েটেড ওয়াটারড্রপ-স্টাইল নচ রয়েছে ফোনটিতে। 400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে ফোনটি। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই নচেই রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। Nokia G60 5G ফোনের মুখ্য ক্যামেরা 50MP-র, সেকেন্ডারি ক্যামেরার মধ্যে রয়েছে 5MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর।

এই স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী একটি 4500mAh ব্যাটারি রয়েছে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যান্য জরুরি ফিচারের মধ্যে রয়েছে Bluetooth 5.1, একটি 3.5mm জ্যাক, একটি টাইপ-C চার্জিং পোর্ট এবং ডুয়াল-ব্যান্ড Wi-Fi।