চিনের বাইরে Xiaomi 13 Pro এবার বিশ্ববাজার কাঁপাতে এল, ভারতে আগমন 28 ফেব্রুয়ারি
Xiaomi 13 Pro-র ভারতীয় মডেলটির দাম ও অন্যান্য তথ্য জানা যাবে 28 ফেব্রুয়ারি মঙ্গলবার। ইউরোপের মার্কেটে এই ফোনের দাম EUR 1,299, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1.13 লাখ টাকা।
Xiaomi 13 Pro Launched: এবার চিনের বাইরেও বিশ্বের অন্যান্য প্রান্তে লঞ্চ হল Xiaomi 13 Pro। ভারতে এই ফোনটি লঞ্চ করা হবে 28 ফেব্রুয়ারি, ঠিক দুপুর 12টায়। চিনা মডেলের সঙ্গে Xiaomi 13 Pro-র কেবল সফটওয়্যার সংক্রান্ত কিছু ফারাক রয়েছে। এছাড়া বাদ বাকি সব ফিচার্স প্রায় এক। পারফরম্যান্সের জন্য এই Xiaomi ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর। রয়েছে একটি 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই ফোন 120W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করেছে। তবে এই ফোনের মূল ফোকাস হল তার ক্যামেরা সেটআপ, যা তৈরি করেছে Leica। এটিই ভারতের প্রথম ফোন হতে চলেছে, যাতে 1 ইঞ্চির সেন্সর দেওয়া হয়েছে।
Xiaomi 13 Pro: স্পেসিফিকেশন ও ফিচার
এই Xiaomi 13 Pro ফোনে রয়েছে 6.73 ইঞ্চির একটি E6 AMOLED কার্ভড ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1,900 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লেটি Dolby Vision এবং HDR 10 সাপোর্ট করছে, যা ব্যবহারকারীদের আরও ভাল দর্শন অভিজ্ঞতা দিতে পারবে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে কোয়ালকমের নতুন Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে।
ফোনের রিয়ার প্যানেলে রয়েছে ওয়াইড, আলট্রা এবং টেলিফটো লেন্স, যাদের প্রতিটির সেন্সরই 50MP করে। Xiaomi 13 Pro ব্যবহারকারীরা দু’ভাবে ম্যাক্রো-মোড ব্যবহার করতে পারবেন। আবার টেলিফটো লেন্সটি ম্যাক্রো ক্যামেরা হিসেবে ডাবলও করে নেওয়া যেতে পারে। ফোনে একটডি দুর্ধর্ষ সুপার ম্যাক্রো মোডও রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
সফটওয়্যার হিসেবে Xiaomi 13 Pro ফোনটি চালিত হচ্ছে Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিনের সাহায্যে। এই ফোনের সঙ্গে তিন বছরের অপারেটিং সিস্টেম আপডেট পাওয়া যাবে বলে সংস্থাটি জানিয়েছে। দুর্ধর্ষ ব্যাটারি রয়েছে এই হ্যান্ডসেটে। মাত্র 30 মিনিট বা আধ ঘণ্টার মধ্যে সম্পূর্ণরূপে চার্জ হতে পারে ফোনটি। ফোনের রিটেল বক্সের সঙ্গে একটি 120W চার্জার দেওয়া হচ্ছে।
Xiaomi 13 Pro: দাম ও উপলব্ধতা
Xiaomi 13 Pro-র ভারতীয় মডেলটির দাম ও অন্যান্য তথ্য জানা যাবে 28 ফেব্রুয়ারি মঙ্গলবার। ইউরোপের মার্কেটে এই ফোনের দাম EUR 1,299, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1.13 লাখ টাকা। তবে, ভারতে এর থেকে অনেকটাই কম দাম হবে Xiaomi 13 Pro ফোনের। এখন কতটা কম হয়, সেটাই দেখার।