জানুয়ারিতে ই-স্কুটার বাজারে আনছে ওলা
ঘোষণা হয় যে ২০২১-এ ভারতে আসতে চলেছে Ola Electric Scooters।
Tv9 বাংলা জিজিটাল: সুদূর নেদারল্যান্ডস থেকে ভারতে আসতে চলেছে ওলা স্কুটার। প্রস্তুতিপর্ব প্রায় শেষের দিকে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে প্রকাশের অপেক্ষা। ইলেকট্রিক স্কুটার ব্যবসায় ভারতের স্কুটার (Ola Electric Scooters) আসতে চলেছে। নতুন বছরের প্রথম মাসেই (January) দেশীয় বাজারে ই-স্কুটার লঞ্চ করতে পারে ওলা অ্যাপ।
গত মে মাসে অঘোষিত মূল্যের বিনিময়ে আমস্টারডামের এক সংস্থা ‘ইটার্গো বিভি’ অধিগ্রহণ করে ওলা ইলেকট্রিককে। তখন ঘোষণা হয় যে ২০২১-এ ভারতে আসতে চলেছে ই-স্কুটার।
আরও পড়ুন ২রা ডিসেম্বর ভারতে লঞ্চ হবে নিসান ম্যাগনাইট
বর্তমানে নেদারল্যান্ডের কারখানায় ওলা তাদের ইলেকট্রিক স্কুটি তৈরি করছে।
সে দেশ থেকেই ভারতে আমদানি করা হবে ইলেক্ট্রিক স্কুটার। ভারত ছাড়াও ইউরোপের বেশ কিছু দেশেও চালু হবে বিক্রি। শুরুর বছরে ভারতে দশ লক্ষ ইউনিটের বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রির লক্ষ্যমাত্রা ওলা নিয়েছে। পরে তা বাড়ানো হবে। এ দেশে কারখানা তৈরির জন্য প্রায় ১০০ একরের জমির খোঁজও চালাচ্ছে তারা। এমন এক উৎপাদন কেন্দ্র গড়ে তোলার ভাবনা রয়েছে যা বছরে প্রায় ২০ লক্ষ ই-স্কুটার উৎপাদন করতে পারে। এ বিষয়ে একাধিক রাজ্যের সরকারের সঙ্গেও কথা চলছে। ওলা ই-স্কুটারটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে। ফুল চার্জে স্কুটারটি ২৪০ কিলোমিটার মাইলেজ দেবে। প্রতিযোগিতার কথা মাথায় রেখে ওলা তাদের ই-স্কুটারের দাম তুলনামূলক ভাবে কম রাখবে। শোনা যাচ্ছে, বর্তমানে বাজারে পেট্রল মডেলের স্কুটারের যা দাম তার ধারে কাছেই থাকবে ই-স্কুটারের দাম।