কিছুক্ষণ ব্যবহার করতেই ফুরচ্ছে ফোনের চার্জ, এই সেটিংস পাল্টে ফেললেই হবে ‘ম্যাজিক’

Phone Battery Tips: ফোন পুরনো হয়ে গেলে ব্যাটারির কার্যক্ষমতা কমে আসে। তবে যদি নতুন ফোনেও এমন সমস্যা দেখা দেয়, তাহলে বুঝতে হবে আপনি কোনও ভুল করছেন। ফোনের কয়েকটি সেটিংস পাল্টে ফেললেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। জেনে নিন ঠিক কোন কোন কারণের জন্য আপনার ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।

কিছুক্ষণ ব্যবহার করতেই ফুরচ্ছে ফোনের চার্জ, এই সেটিংস পাল্টে ফেললেই হবে 'ম্যাজিক'
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 1:28 PM

একটুক্ষণ ব্য়বহার করতে না করতেই স্মার্টফোনের চার্জ শেষ হতে শুরু করে। ফলে বার বার চার্জে দেওয়ার ঝামেলা থেকেই যায়। রাস্তায় বেরলেই সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক নিতে হয় মনে করে। কিন্তু এমনটা কেন হয়? ফোন পুরনো হয়ে গেলে ব্যাটারির কার্যক্ষমতা কমে আসে। তবে যদি নতুন ফোনেও এমন সমস্যা দেখা দেয়, তাহলে বুঝতে হবে আপনি কোনও ভুল করছেন। ফোনের কয়েকটি সেটিংস পাল্টে ফেললেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। জেনে নিন ঠিক কোন কোন কারণের জন্য আপনার ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।

ডিসপ্লের ব্রাইটনেস:

ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার প্রধান কারণ হল ডিসপ্লে। এজন্য স্ক্রিনের ব্রাইটনেস এমনভাবে সেট করুন, যাতে খুব বেশি না থাকে, আর অল্পও না থাকে। আপনি চাইলে অটো মোডে রাখতে পারেন। ফোনের ব্রাইটনেস অযথা বেশি রাখা উচিত নয়। অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করুন।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্লক করুন:

ব্যাকগ্রাউন্ড অ্যাপ সম্পর্কে অনেকেই জানেন না। অথচ এগুলির জন্য আপনার ফোনের চার্জ খুব সহজেই শেষ হতে শুরু করে। কিছু কিছু অ্যাপ থাকে, যারা ফোনের ব্যাকগ্রাউন্ডে নিজে থেকেই সব সময় চলতে থাকে। আর তারা আপনার ফোনের ব্যাটারি নষ্ট করে দেয়। এই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে রাখা উচিত। এর জন্য “Settings”-এ যান এবং তারপরে “General” সিলেক্ট করুন এবং তারপরে “Background app refresh”-এ ক্লিক করুন। এতেই ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলি বন্ধ হয়ে যাবে।

লোকেশন শেয়ারিং:

লোকেশন শেয়ারিং আপনার ফোনের চার্জকে খুব সহজেই শেষ করে দেয়। ফলে প্রতিটি অ্যাপের লোকেশন শেয়ার অপশন অন করবেন না। এটি বন্ধ করতে, “Settings”-এ যান, “Privacy”-তে ক্লিক করুন, তারপরে “Location Services” সিলেক্ট করুন। “Always” অপশনের পরিবর্তে “App using” অপশনটি বেছে নিন।

লো-পাওয়ার মোড:

আইফোন হোক বা অ্যান্ডরয়েড ফোন, সবেতেই লো-পাওয়ার মোড অপশন থাকে। যদি ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আপনার ফোনে লো পাওয়ার মোড অন করা উচিত। এতে ফোনে বেশ কিছুক্ষণ চার্জ থেকে যায়। এর জন্য প্রথমে “Settings”-এ যান। এরপর “Battery” সিলেক্ট করুন এবং তারপরে “Low Power Mode”-এ ক্লিক করুন।