Acer New Laptop: বিশ্বের সবথেকে হাল্কা ল্যাপটপ এবার ভারতেও, জানুন কিনবেন কীভাবে
Acer Swift Edge Price In India: ল্যাপটপটি অ্যালয় মেটিরিয়াল -এর বডি দিয়ে তৈরি, যা সাধারণ অ্যালুমিনিয়ামের তুলনায় 20% হালকা। এই ল্যাপটপের ওজন 1.17 কেজি। তবে ল্যাপটপের স্ক্রিনের সাইজের উপর ল্যাপটপটির ওজন নির্ভর করে।

Acer -এর তরফে ভারতে সদ্য 16-ইঞ্চি ডিসপ্লের একটি ল্যাপটপ লঞ্চ করা হল। ল্যাপটপটির নাম এসার সুইফট এজ (Acer Swift Edge)। ভাবছেন তো এই ল্যাপটপের দাম কত ভারতে? 4K রেজোলিউশন এবং 16 ইঞ্চির একটি OLED ডিসপ্লে সহ আপনারা এই ল্যাপটপটি পেয়ে যাবেন 1,24,999 টাকায়। এই ল্যাপটপ গ্রাহকরা Acer India-এর যে ওয়েবসাইট বা স্টোর আছে সেখান থেকে কিনতে পারবেন, এছাড়া Amazon থেকেও কেনা যাবে এই ল্যাপটপ। আপাতত এই ল্যাপটপটি একটি মাত্র রঙেই উপলব্ধ, আর সেটা হল অলিভাইন কালো রঙ। Acer Swift Edge -এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন 65W PD চার্জার এবং একটি টাইপ সি পাওয়ার কর্ড। আপনি যদি প্রোডাক্টিভিটির দিকে নজর দেন আপনার জন্য একেবারে আদর্শ এই ল্যাপটপ। এখানে আপনি পেয়ে যাবেন Microsoft Pluton সিকিউরিটি প্রসেসর। এই প্রসেসরের সাহায্যে যে কোনও ধরনের জটিল সাইবার অ্যাটাক আটকানো যাবে।
ল্যাপটপটি অ্যালয় মেটিরিয়াল -এর বডি দিয়ে তৈরি, যা সাধারণ অ্যালুমিনিয়ামের তুলনায় 20% হালকা। এই ল্যাপটপের ওজন 1.17 কেজি। তবে ল্যাপটপের স্ক্রিনের সাইজের উপর ল্যাপটপটির ওজন নির্ভর করে। 11 থেকে 12 ইঞ্চি ল্যাপটপ হল সবচেয়ে হালকা বা সরু। এর ওজন 1.1-1.5 কেজি। 13 থেকে 14 ইঞ্চি ল্যাপটপ ব্যবহারযোগ্যতার জন্য আদর্শ চয়েজ। এর ওজন 1.8 কেজির নিচে হয়ে থাকে। আপনি যদি ল্যাপটপ মূলত বাড়িতে ব্যবহার করতে চান বা মাঝে মাঝে বাইরে নিয়ে যাতে চান তাহলে আপনার জন্য 15 ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট ল্যাপটপ ভালো হবে।
Acer Swift Edge ল্যাপটপে কী-কী ফিচার পাবেন?
1) এই ল্যাপটপটির পারফরমেন্স পরিচালিত হবে AMD Ryzen 7 6800U Octa Core প্রসেসরের সাহায্যে। এখানে কোনও Num Pad নেই। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য।
2) এছাড়া আপনারা পেয়ে যাবেন Full HD webcam। এই ক্যামেরার সাহায্যে পাবেন 60fps ভিডিয়ো। ভিডিয়ো কলের সময় যাতে অসুবিধা না হয় তার জন্য এখানে মিলবে টেম্পোরাল নয়েজ রিডাকশন।
3) কানেকটিভিটির জন্য এখানে আছে দুটো USB টাইপ সি পোর্ট, একটি USB 3.2 Gen 1 পোর্ট, এবং একটি HDMI পোর্ট। এখানে WIFI 6E এর সুবিধাও পাবেন কানেকটিভিটির জন্য।
4) 65W PD অ্যাডাপটার আছে এই ল্যাপটপে। এছাড়াও পাবেন স্টিরিও স্পিকার, ব্লুটুথ 5.2, Microsoft Office 2021 এবং এক বছরের আন্তর্জাতিক ট্রাভেলার্স ওয়ারেন্টি।





