Amazon Sale: ফোন থেকে ল্যাপটপ, সব ডিভাইসে হাজার হাজার টাকার ছাড় দিচ্ছে Amazon

Amazon Great Freedom Festival Sale: ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India তার প্ল্যাটফর্মে একটি সেল শুরু করতে প্রস্তুত। আর সেল মানেই প্রচুর ডিসকাউন্ট আর অফার। চলুন জেনে নেওয়া যাক আপনি এই সেলে কী-কী অফার পাবেন। আর কোন কোন জিনিসের ডিসকাউন্ট পাবেন তাও জেনে নিন।

Amazon Sale: ফোন থেকে ল্যাপটপ, সব ডিভাইসে হাজার হাজার টাকার ছাড় দিচ্ছে Amazon
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 11:32 AM

Amazon Sale Discount: প্রায় প্রতি মাসেই ই-কমার্স সাইটগুলি কোনও না কোনও সেল দেয়। আর সেই সব সেলে জামা-কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স ডিভাইস, সব কিছুর উপরই বিপুল ছাড় পাওয়া যায়। তাছাড়া কয়েকদিন আগেই Flipkart, Amazon-এ সেল চলছিল। সেই সেল শেষ হয়ে গিয়েছে। তবে তা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। আবারও নতুন সেল আনতে চলেছে Amazon। স্বাধীনতা দিবস আর মাত্র কয়েকদিন বাকি। আর সেই জন্যই ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India তার প্ল্যাটফর্মে একটি সেল শুরু করতে প্রস্তুত। আর সেল মানেই প্রচুর ডিসকাউন্ট আর অফার। চলুন জেনে নেওয়া যাক আপনি এই সেলে কী-কী অফার পাবেন। আর কোন কোন জিনিসের ডিসকাউন্ট পাবেন তাও জেনে নিন।

কবে থেকে এই Amazon Great Freedom Festival Sale সেল শুরু হবে?

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল 5 আগস্ট থেকে শুরু হবে এবং 9 আগস্ট পর্যন্ত চলবে। ই-কমার্স প্ল্যাটফর্মটি সেলে স্মার্টফোন থেকে ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি, সব কিছুতে বাম্পার ছাড় দিতে পারে। আর আপনি যদি একজন অ্যামাজন প্রাইম সদস্য হন, তবে আরও একটি বিশেষ সুবিধা পাবেন। সেল শুরুর একদিন আগে থেকেই আপনি অর্ডার করতে পারবেন। ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্সে বেশি ডিসকাউন্ট পাবেন।

আমাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের একটি টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। আপনি SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে 10 শতাংশ ছাড় পাবেন। অ্যামাজন স্যামসাং, ওয়ানপ্লাস, রিয়েলমি এবং অন্যান্য ব্র্যান্ডের ফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

ল্যাপটপ, ইয়ারবাডের উপর 75 শতাংশ ছাড়:

আপনি যদি ল্যাপটপ বা ওয়্যারলেস ইয়ারবাড কিনতে চান, তাহলে আর কিছু দিন অপেক্ষা করুন। কারণ এই সেলে আপনি অনেক ছাড় পেতে চলেছেন। সেলে ল্যাপটপ, ইয়ারফোন, স্মার্টওয়াচ এবং অন্যান্য ইলেকট্রনিক্সের উপর 75 শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা পাবেন। অ্যামাজন অনুসারে, আপনি অ্যাপল এবং অন্যান্য ব্র্যান্ডের ট্যাবলেটগুলিতে 50 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

স্মার্ট টিভি এবং ল্যাপটপে ব্যাঙ্ক অফার:

এছাড়াও, ল্যাপটপে 40,000 পর্যন্ত ডিসকাউন্ট অফার এবং হেডফোন আর স্পিকারে 75 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। অফারে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক কার্ডে ডিসকাউন্টও থাকতে পারে। অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল ইভেন্টের সময় স্মার্ট টিভিগুলিতেও 60 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এখনও অ্যামাজন কোনও জিনিসের দাম প্রকাশ করেনি।