Apple Watch: চিকিৎসা শুরুর কয়েক মাস আগেই থাইরয়েডের উপসর্গ জানান দেবে অ্যাপেল ওয়াচ!

অস্ট্রেলিয়ার সিডনির এক নার্সিং ছাত্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি ইউজারদের উৎসাহ দিয়েছেন যে তাঁরা যেন নিজেদের অ্যাপেল ওয়াচের হার্ট রেট সেনসরের নোটিফিকেশন এনাবেল করে রাখেন।

Apple Watch: চিকিৎসা শুরুর কয়েক মাস আগেই থাইরয়েডের উপসর্গ জানান দেবে অ্যাপেল ওয়াচ!
অ্যাপেল ওয়াচের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে জানার অনেক আগেই বোঝা যাবে থাইরয়েডের উপসর্গ। Photo Credit: 9to5mac
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2022 | 1:10 PM

চমৎকার ঘটাতে পারে অ্যাপেল ওয়াচ। চিকিৎসা করে ধরা পড়ার অনেক আগেই অ্যাপেল ওয়াচে (Apple Watch) দেখা যেতে পারে থাইরয়েডের লক্ষণ (symptoms of a thyroid condition)। এরপর অস্ট্রেলিয়ার এক নার্সিংয়ের ছাত্রী টিকটকে ভিডিয়ো শেয়ার করে ইউজারদের উৎসাহ দিয়েছেন যে তাঁরা যেন অ্যাপেল ওয়াচের হার্ট রেট নোটিফিকেশন এনাবেল বা চালু করেন। অ্যাপেলের হার্ট রেট নোটিফিকেশন (Apple’s heart rate notifications) অসংখ্য মানুষকে তাঁদের হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা একেবারে হাতেনাতে ধরিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, ওই নির্দিষ্ট ইউজারদের পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিনা, সে ব্যাপারেও সাহায্য করেছে অ্যাপেল ওয়াচের এই সেনসর। এমনটাই জানা গিয়েছে অ্যাপেল ইনসাইডার- এর রিপোর্ট সূত্রে। দ্য ইনডিপেন্ডেন্ট ওই ভিডিয়ো খুঁজে পেয়েছিল টিকটকে।

টিকটকের একটি নতুন ভিডিয়োতে দেখা গিয়েছে। অ্যাপেলের এই ওয়ারেবল ডিভাইসে অনেক আগে থাকতেই ধরা পড়ে হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা। আর দেখা যায় এইসব হার্ট রেট সেনসরে যা ধরা পড়ে, কয়েক মাস পরে সেটা নিয়েই চিকিৎসা শুরু হচ্ছে। গত ২ ফেব্রুয়ারি টিকটকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। টিকটক ইউজার লরেন তাঁর ভিডিয়োর দর্শকদের উৎসাহ দিয়েছেন যে তাঁরা যেন লো এবং হাই হার্ট রেটের পাশাপাশি কোনওরকম অনিয়মিত বা irregular rhythms এবং কার্ডিয়ো ফিটনেস লেভেল পরিমাপের জন্য অ্যাপেল ওয়াচের নির্দিষ্ট সেনসর বা ফিচার এনাবেল অর্থাৎ চালু করে রাখেন। তাহলে শরীরে অন্তত থাইরয়েডের সমস্যা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ার অনেক আগেই সেটা বোঝা যাবে ওই অ্যাপেল ওয়াচের মাধ্যমে।

টিকটকের ওই ভিডিয়ো সিডনির এক নার্সিং ছাত্রী নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি স্বীকার করে নিয়েছেন, যবে তিনি তাঁর অ্যাপেল ওয়াচের ফিচার এনাবেল করেছিলেন, তার থেকে আগেই করা উচিত ছিল। যেহেতু এর সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার যুক্ত তাই আরও আগেই সতর্ক হওয়া প্রয়োজন ছিল। লরেন নামের ওই ছাত্রী নিজের ব্যাখ্যায় বলেছেন, কয়েক সপ্তাহ আগেই তার থাইরয়েড ধরা পড়েছে। থাইরয়েড সংক্রান্ত অনেক লক্ষণ দেখা দিয়েছে। লরেন জানিয়েছেন, যদি তাঁর অ্যাপেল ওয়াচের নোটিফিকেশন চালু করা থাকত তাহলে আরও আগেই তিনি বুঝতে পারতেন যে কিছু একটা সমস্যা হচ্ছে। পরিস্থিতি খারাপ হওয়ার আগে, লক্ষণ বা উপসর্গগুলো আরও বেড়ে যাওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নিতে পারতেন তিনি। লরেন জানিয়েছেন, তিনি গত বছর অক্টোবর মাসেই চিকিৎসকের কাছে যেতে পারতেন। কিন্তু অ্যাপেল ওয়াচের হার্ট রেট নোটিফিকেশন অন না থাকায় জানুয়ারি মাস নাগাদ তাঁর থাইরয়েড ধরে পড়ে। সমস্ত উপসর্গও জটিল হয়ে গিয়েছিল।

আরও পড়ুন- Online Dating: ডেটিং অ্যাপের প্রোফাইলে বিশ্বাসী নয় ভারতীয়রা, সঠিক তথ্য জানতে সোশ্যাল মিডিয়ায় চলছে বেজায় খোঁজাখুঁজি, দাবি সমীক্ষায়