Asus Laptops: ভারতে তিনটে জ়েনবুক ও ভিভোবুক ল্যাপটপ নিয়ে এল আসুস, দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন

Asus ZenBook And VivoBook Laptops: ভারতে তিনটে নতুন ল্যাপটপ লঞ্চ করল আসুস। সেই মডেলগুলি যোগ করা হয়েছে সংস্থার জ়েনবুক এবং ভিভোবুকে। এই নতুন তিনটি ল্যাপটপের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

Asus Laptops: ভারতে তিনটে জ়েনবুক ও ভিভোবুক ল্যাপটপ নিয়ে এল আসুস, দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন
আসুসের নতুন জ়েনবুক ও ভিভোবুক ল্যাপটপ।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2022 | 3:31 PM

পিসি মেকার আসুস ভারতে নতুন রেঞ্জের ভিভোবুক এবং জ়েনবুক ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে। ইনসেল এবংAMD চিপসেট সহযোগে লঞ্চ হয়েছে নতুন Asus ZenBook 14 Flip OLED, VivoBook S14 Flip, এবং VivoBook 15 (টাচ)। ভারতের বাজারের দীর্ঘ প্রতীক্ষিত ল্যাপটপ এগুলি।

প্রতিটি ল্যাপটপই অ্যামাজ়ন, ফ্লিপকার্ট এবং আসুসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন কাস্টমাররা। এদের মধ্যে ZenBook Flip 14-এর দাম 99,990 টাকা। আবার VivoBook S14 Flip-এর বেস ভ্যারিয়েন্টের দাম 66,990 টাকা। এই ল্যাপটপের হাইয়ার ভ্যারিয়েন্টের দাম 74,990 টাকা। অন্য দিকে Asus VivoBook 15 Touch মডেলটি ভারতে নিয়ে আসা হয়েছে 49,990 টাকা।

এদের মধ্যে সবথেকে প্রিমিয়াম মডেলটি হল ASUS ZenBook Flip 14, যাতে রয়েছে একটি 14 ইঞ্চির 2K OLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:10 এবং পিক ব্রাইটনেস 550 নিটস। আসুসের তরফ থেকে জানানো হয়েছে, এই ডিভাইসে রয়েছে ন্যানো এজ ডিজ়াইন এবং স্লিম প্রোফাইল ও তার সঙ্গে 2.9mm বেজ়েলস। এই টু ইন ওয়ান ল্যাপটপটি স্টাইলাস সাপোর্ট করে, যার পাওয়ারের দিকটি নিশ্চিত করছে 12th জেন ইনটেল কোর i7 12700H চিপসেট। এছাড়াও এই প্রিমিয়াম ল্যাপটপে দেওয়া হয়েছে 16GB RAM।

অন্য দিকে Asus VivoBook S14 Flip ল্যাপটপে রয়েছে একটি 14 ইঞ্চির IPS ডিসপ্লে, যা ফুল HD স্ক্রিন রেজ়োলিউশন সাপোর্ট করছে এবং তার পিক ব্রাইটনেস 300 নিটস। পারফরম্যান্সের জন্য এই ল্যাপটপে রয়েছে ইনটেল এবং AMD CPU দুই অপশনই রয়েছে। Intel Core i5 12500H চিপসেট এবং AMD Ryzen 5 5600H চিপ অপশন দেওয়া হয়েছে। পাশাপাশি এই Asus VivoBook S14 Flip ল্যাপটপের ক্ষেত্রে কাস্টমারদের জন্য 24GB RAM অফশন বেছে নেওয়ার সুযোগ রয়েছে। কুল সিলভার এবং কোয়েট ব্লু এই দুই রঙে ল্যাপটপটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

অন্য আর একটি অর্থাৎ সর্বশেষ Asus VivoBook 15 (Touch) ল্যাপটপে রয়েছে 15.6 ইঞ্চির FHD ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 82%। পারফরম্যান্সের দিক থেকে এই ল্যাপটপ চালিত হবে একটি Intel Core i5 1240P সিপিইউ-র সাহায্যে। 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে এই ল্যাপটপের। সফটওয়্যার হিসেবে থাকছে Windows 11 হোম আউট অফ দ্য বক্স। রয়েছে একটি 42Wh ব্যাটারি, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।