সস্তার Infinix Inbook X2 Plus লঞ্চ হল ভারতে, দাম মাত্র 32,990 টাকা, ফ্যান্টাস্টিক ফিচার্স
Infinix Inbook X2 Plus ল্যাপটপের দাম দেশের বাজারে 32,990 টাকা। ফ্যান্টাস্টিক কিছু ফিচার্স রয়েছে এই ল্যাপটপে, কোয়ালিটি ডিজ়াইন, বড় ব্যাটারি জীবন এবং বিরাট স্টোরেজও রয়েছে।
Infinix ভারতে একটি ল্যাপটপ লঞ্চ করল, যা বাজেট সেগমেন্টেই নিয়ে আসা হয়েছে। সংস্থার সেই লেটেস্ট ল্যাপটপের নাম Infinix Inbook X2 Plus। সস্তার এই ল্যাপটপের দাম দেশের বাজারে 32,990 টাকা। ফ্যান্টাস্টিক কিছু ফিচার্স রয়েছে এই ল্যাপটপে, কোয়ালিটি ডিজ়াইন, বড় ব্যাটারি জীবন এবং বিরাট স্টোরেজও রয়েছে। তবে শুধুই এই ল্যাপটপ নয়। তার সঙ্গে একটি স্মার্টটিভিও নিয়ে এসেছে সংস্থাটি, যার নাম Infinix 43Y1 TV। এখন Infinix Inbook X2 Plus ল্যাপটপের ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Infinix Inbook X2 Plus: স্পেসিফিকেশন, ফিচার
Infinix Inbook X2 Plus-কে এই প্রাইস রেঞ্জের মধ্যে সবথেকে হাল্কা ল্যাপটপ বলছে সংস্থাটি। 1.58 kg-র এই ল্যাপটপে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল বডি, যা 14.9 mm পাতলা, 1080P FHD ক্যামেরা রয়েছে এবং দুটি LED ফিল লাইটস রয়েছে, যাদের কোয়ালিটি দুর্দান্ত, ডিম লাইটিংয়ে ব্যাপকভাবে কার্যকর হবে।
রয়েছে ব্যাকলিট কিবোর্ড, দুটি স্পিকার ও তার সঙ্গে DTS অডিও প্রসেসিং এবং একটি 50Wh ব্যাটারি, যা একবার চার্জে 10 ঘণ্টার মুভি প্লেব্যাক দিতে পারে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 65W Type-C ফাস্ট চার্জিংয়ের সাহায্যে ল্যাপটপটি 65% চার্জ করতে সময় লাগবে মাত্র 60 মিনিট।
মিটিং এবং অনলাইনে পড়াশোনা বা অন্যান্য অনলাইন সংক্রান্ত কাজকর্মের জন্য এই ল্যাপটপের জুড়ি মেলা ভার। এতে রয়েছে 1080p FHD ওয়েব ক্যামেরা, যার এই ক্যাটেগরিতে সর্বশ্রেষ্ঠ রেজ়োলিউশন রয়েছে। পাশাপাশি ল্যাপটপটিতে তিনটি ভিন্ন প্রসেসর দেওয়া হয়েছে। তাদের অপশনগুলি হল যথাক্রমে: 11th Gen i3 (8 GB + 256 GB এবং 8 GB + 512 GB), i5 (8 GB + 512 GB) এবং দ্রুততম i7 (16 GB + 512 GB)।
Infinix Inbook X2 Plus: ভারতে দাম
Infinix Inbook X2 Plus ল্যাপটপের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ভারতে বিভিন্ন। ল্যাপটপটির প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে 32,990 টাকা থেকে এবং শেষ হচ্ছে 52,990 টাকায়। মূলত, গ্রে এবং ব্লু এই দুই রঙে পাওয়া যাবে ল্যাপটপটি। 8GB + 256GB i3 ভ্যারিয়েন্টের দাম মাত্র 32,990 টাকা, 8GB + 512GB i3 অপশনের দাম 35,990 টাকা। এই মুহূর্তে যাঁরা মাঝারি রেঞ্জের ল্যাপটপের খোঁজ করছেন, তাঁরা Infinix Inbook X2 Plus-এর 8GB + 512 GB i5 মডেলের দাম 42,990 টাকা।