JioBook Laptop Sale: এবার সব ভারতীয়র জন্য মাত্র 15,000 টাকায় JioBook ল্যাপটপের বিক্রিবাট্টা শুরু হল

Jio Laptop Sale: চলতি মাসের শুরুতেই ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে রিলায়েন্স জিও তার প্রথম ল্যাপটপ নিয়ে এসেছিল। প্রাথমিক ভাবে সরকারি কর্মীদের জন্য উপলব্ধ হলেও এখন সাধারণেরও ব্যবহারযোগ্য করতে বিক্রিবাট্টা শুরু করে দিল মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি।

JioBook Laptop Sale: এবার সব ভারতীয়র জন্য মাত্র 15,000 টাকায় JioBook ল্যাপটপের বিক্রিবাট্টা শুরু হল
রিলায়েন্স জিও-র প্রথম ল্যাপটপ এবার আপনিও কিনতে পারবেন।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2022 | 2:53 PM

Reliance Jio Laptop: কয়েকদিন আগেই রিলায়েন্স জিও তার প্রথম ল্যাপটপ নিয়ে এসেছে দেশবাসীর জন্য। এবার সস্তার সেই ল্যাপটপ ক্রয় করা যাবে। জিওবুক ল্যাপটপের দাম মাত্র 15,000 টাকা। সুতরাং, এই মুহূর্তে যাঁদের পকেটে টান রয়েছে এবং ল্যাপটপ কেনার চিন্তাভাবনা করছেন, তাঁদের জন্য ভাল অপশন হতে পারে এই জিওবুক ল্যাপটপ। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে রিলায়েন্স জিও তার প্রথম ল্যাপটপ নিয়ে এসেছিল। প্রাথমিক ভাবে সরকারি কর্মীদের জন্য উপলব্ধ হলেও এখন সাধারণেরও ব্যবহারযোগ্য করতে বিক্রিবাট্টা শুরু করে দিল মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি।

জিওবুক ল্যাপটপের দাম শুরু হচ্ছে 15,799 টাকা, অরিজিনাল দামের থেকে যা এখন অনেকটাই কম। ডিভাইসটি প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছিল সরকারি ওয়েবসাইটে। সেখানে এই ল্যাপটপের দাম 19,500 টাকা রাখা হয়েছিল। এর অর্থ হল হয় ল্যাপটপটিতে ছাড় দেওয়া হচ্ছে, না হয় সরকারি কর্মী ব্যতিরেকে জনসাধারণের জন্য এই ল্যাপটপ আরও কম দামে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে আরও কিছু ছাড় পেয়ে যাবেন কাস্টমাররা।

একাধিক ব্যাঙ্কের কার্ড ব্যবহারে থাকছে 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। রিলায়েন্স ডিজিটাল স্টোরে একদিকে যেমন বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 3,000 টাকা ছাড় থাকছে, তেমনই আবার ক্রেডিট কার্ড থেকে EMI ট্রানজ়াকশনের জন্য থাকছে 5,000 টাকা ডিসকাউন্ট। অফার থাকছে ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্যও, যা যাচাই করতে আপনাকে যেতে হবে রিলায়েন্স ডিজিটাল ওয়েবসাইটে।

জিওবুক ল্যাপটপে রয়েছে 11.6 ইঞ্চির HD ডিসপ্লে। ব্রড বেজ়েল দেওয়া হয়েছে ল্যাপটপটিতে, ভিডিয়ো কলিংয়ের জন্য ডিভাইসের সামনে রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, গ্রাফিক্সের দিক থেকে যার সাপোর্ট মিলবে অ্যাড্রিনো 610 GPU-র দ্বারা।

2GB RAM রয়েছে এই ল্যাপটপের। অর্থাৎ, মাল্টি-টাস্কিং খুব একটা ভাল হবে না এই ল্যাপটপের। 32GB eMMC স্টোরেজ রয়েছে, যা 128GB পর্যন্ত বর্ধিত করে নেওয়া যেতে পারে। JioOS সফটওয়্যার দ্বারা চালিত এই ল্যাপটপ পারফরম্যান্সের দিক থেকে যথেষ্ট ভাল বলেই দাবি করছে মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি। পাশাপাশি এই প্রডাক্টে রয়েছে জিওস্টোর, যা ব্যবহারকারীদের বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপ ইনস্টল করতে সাহায্য করবে।

5,000mAh ব্যাটারি রয়েছে। রিলায়েন্স জিও দাবি করছে, একবার চার্জে এই ব্যাটারি 8 ঘণ্টার ব্যাকআপ দিতে পারবে। তাপ নির্গমনের জন্য রয়েছে প্যাসিভ কুলিং সাপোর্ট রয়েছে। অন্য দিকে কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে রয়েছে 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ 5.0, HDMI মিনি, ওয়াই-ফাই সহ আরও অনেক কিছু। আশ্চর্যের বিষয়টি হল, জিও সিম কার্ড এমবেড করা রয়েছে এই ল্যাপটপে, যার মাধ্যমে ব্যবহারকারীরা Jio 4G LTE সক্রিয় করতে পারবেন।