Nothing Ear (stick) ভারতে আসছে 26 অক্টোবর, পাওয়া যাবে Myntra থেকে

Nothing Ear (stick) পাওয়া যাবে Flipkart ও Myntra থেকে। নাথিংয়ের এই অডিও প্রডাক্টে থাকছে লিপস্টিকের মতো কেস। কোম্পানি এই ইয়ারবাডের মধ্যে দিয়ে মূলত সেই সম কাস্টমারদের টার্গেট করছে, যাঁরা ফ্যাশন ওরিয়েন্টেড।

Nothing Ear (stick) ভারতে আসছে 26 অক্টোবর, পাওয়া যাবে Myntra থেকে
অবাক করা ইয়ারবাড; যার কেস কাজে লাগবে লিপস্টিক হিসেবে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 5:01 PM

টেক ব্র্যান্ড Nothing তার পরবর্তী ট্রু ওয়্যারলেস ইয়ারবাড নিয়ে আসতে চলেছে, যার নাম Nothing Ear (stick)। আগামী 26 অক্টোবর নাথিংয়ের সেই ইয়ারবাড লঞ্চ করছে। সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, Nothing Ear (stick) পাওয়া যাবে Flipkart ও Myntra থেকে। নাথিংয়ের এই অডিও প্রডাক্টে থাকছে লিপস্টিকের মতো কেস। কোম্পানি এই ইয়ারবাডের মধ্যে দিয়ে মূলত সেই সম কাস্টমারদের টার্গেট করছে, যাঁরা ফ্যাশন ওরিয়েন্টেড। Myntra হল এই মুহূর্তে ফ্যাশন ব্র্যান্ডের অন্যতম জনপ্রিয় ই-মার্কেটপ্লেস। এখন Myntra-র সঙ্গে পার্টনারশিপে গিয়ে নাথিং টেক-স্যাবি কাস্টমার বেসের বাইরেও নিজেদের তুলে ধরতে চাইছে। প্রসঙ্গত, নাথিংয়ের ঝুলিতে রয়েছে একটি স্মার্টফোন ও আর একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাড।

Nothing ইতিমধ্যেই তার আসন্ন ইয়ারবাডের ডিজ়াইন প্রকাশ করেছে। Nothing Ear (stick) আগের মডেলের তুলনায় একটু আলাদা দেখতে। নতুন কেসের পাশাপাশি অডিও ডিভাইসটি আগের তুলনায় আরও কম্প্যাক্ট হয়েছে। সংস্থার তরফে দাবি করা হয়েছে ইয়ারবাডটির প্রতিটি বাডের ওজন 4.4 গ্রাম করে। সেখানে এর আগের Nothing Ear (1)-এর প্রতিটি বাডের ওজন ছিল 4.7 গ্রাম করে। আসন্ন নতুন ইয়ারবাডটিতে দেওয়া হচ্ছে ডুয়াল-টোন ফিনিশ। কোম্পানি পরবর্তীতে এই ইয়ারবাডের একটি অল-ব্ল্যাক এডিশনও নিয়ে আসবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ইয়ারবাডের স্টেম আগের তুলনায় ছোট করা হয়েছে এবং অডিও ম্যানেজ করার জন্য টাচ জেসচারও সাপোর্ট করবে এটি।

Myntra-র সঙ্গে পার্টনারশিপের বিষয়টি নিয়ে নাথিং ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার মানু শর্মা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলছেন, “আসন্ন Ear (stick) লঞ্চের জন্য আমরা Myntra-র সঙ্গে জুটি বাঁধতে পেরে খুবই খুশি। এই ঘোষণার পাশাপাশি আমরা আরও একটি বিষয় জানাতে পেরে খুশি হচ্ছি যে, এর পর থেকে Nothing-এর সমস্ত অডিও প্রডাক্ট এই প্ল্যাটফর্মে উপলব্ধ হবে।”

স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য মেলেনি। তবে জানা গিয়েছে, Nothing Ear (stick) তার পূর্ববর্তী Nothing Ear (1)-এর থেকে আরও সস্তার হতে চলেছে। এর অর্থ হল সংস্থার আগের মডেলের থেকে এতে কিছু কম ফিচার দিয়ে ইয়ারবাডটিকে সস্তায় উপলব্ধ করবে। অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন এবং ওয়্যারলেস চার্জিংয়ের মতো জরুরি ফিচারগুলি থাকতে পারে এই ইয়ারবাডে।

এদিকে আবার সংস্থাটি সম্প্রতি ঘোষণা করেছে যে, ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের মার্কেটে Nothing Ear (1)-এর দাম বাড়ানো হয়েছে। 26 অক্টোবর Ear (stick) লঞ্চের পরেই Nothing Ear (1)-এর নতুন দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

Nothing তার প্রথম ইয়ারবাড তথা Ear (1) লঞ্চ করেছিল গত বছর। এদিকে সংস্থা তার প্রথম স্মার্টফোন অর্থাৎ Nothing Phone (1) লঞ্চ করে চলতি বছরের জুলাই মাসে।