LaoTzi-র ছোট্ট এই AC নিঃশব্দে আপনার শরীরে কাঁপুনি ধরাবে, 477 টাকায় এক বার চার্জে সারারাত আরামের ঘুম

LaoTzi-র এই Rechargeable Portable ফ্যানটি ইভাপোরেটিভ Mini AC, যা তিনটি ভিন্ন স্পিডে এবং সাতটি ভিন্ন কালার অপশনে পাওয়া যাবে। উইন্ডো থেকে শুরু করে রুম, ঘর এবং অফিস-সহ সর্বত্র ব্যবহারের জন্য এই ডেস্ক কুলার ফ্যানে অ্যারোমাথেরাপি প্রযুক্তি রয়েছে।

LaoTzi-র ছোট্ট এই AC নিঃশব্দে আপনার শরীরে কাঁপুনি ধরাবে, 477 টাকায় এক বার চার্জে সারারাত আরামের ঘুম
বাজারে নতুন ছোট্ট এসি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 1:18 PM

LaoTzi Portable AC: জানলা দিয়ে উঁকি মারছে বিরাট রোদ! সকাল সাতটায় মনে হচ্ছে যেন দুপুর দুটো বেজে গিয়েছে। সকালটা শুরুই হচ্ছে তীব্র ঘাম দিয়ে। এমন বিরক্তিকর গরমে সামান্য শান্তির জন্য Air Conditioner-এর শরণাপন্ন না হওয়া ছাড়া আম আদমির আর উপায় কী! কিন্তু সবার পক্ষে তো আর মোটা টাকা খরচ করে একটা এসি কেনা সম্ভব নয়। তাঁদের জন্যই বাজারে একাধিক Portable AC রয়েছে, যেগুলি Amazon-Flipkart এর মতো একাধিক ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন মানুষজন। তেমনই একটি পোর্টেবল এসি নিয়ে এসেছে LaoTzi নামের একটি সংস্থা। এই পোর্টেবল এয়ার কন্ডিশনার আপনি ব্যবহার করতে আপনাকে এক ফোঁটাও ইলেকট্রিসিটি খরচ করতে হবে না। চার্জ দিলেই চলবে এই ছোট্ট এসি। দাম, কোথায় কিনবেন, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

LaoTzi Portable AC: কত দাম, কোথায় কিনবেন?

LaoTzi-র এই রিচার্জেবল পোর্টেবল এয়ার কন্ডিশনার ফ্যানটি ইভাপোরেটিভ মিনি এসি, যা তিনটি ভিন্ন স্পিডে এবং সাতটি ভিন্ন কালার অপশনে পাওয়া যাবে। উইন্ডো থেকে শুরু করে রুম, ঘর এবং অফিস-সহ সর্বত্র ব্যবহারের জন্য এই ডেস্ক কুলার ফ্যানে অ্যারোমাথেরাপি প্রযুক্তি রয়েছে। এমনিতে এই এসির দাম 12,999 টাকা। তবে Amazon আপনাকে ডিভাইসটির উপরে 23 শতাংশ ছাড় দেবে। ফলে, এই এসি কিনতে আপনার খরচ হবে মাত্র 9,980 টাকা।

একাধিক অফার রয়েছে এই পোর্টেবল এসির সঙ্গে। বেশ কিছু বাছাই করা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারে এই এসির সঙ্গে আপনি আরও অতিরিক্ত 998 টাকার ছাড় পেয়ে যাবেন। পাশাপাশি EMI অফারেও এই এসি ক্রয় করতে পারবেন। তাতে প্রতি মাসে আপনাকে 477 টাকা খরচ করতে হবে। আবার নো কস্ট EMI অফারে এই এসিই আপনি ক্রয় করতে পারবেন প্রতি মাসে 449.41 টাকা খরচ করে।

LaoTzi Portable AC: ফিচার ও স্পেসিফিকেশন

এই ট্রু ওয়্যারলেস পোর্টেবল এসিটি হ্যান্ডি সাইজ়ের, বেশি জায়গা দখল করে না। যে কোনও জায়গায় আপনি রাখতে পারেন, যে কোনও জায়গায় এই পোর্টেবল এসি বহন করে নিয়ে যেতে পারবেন। এই গরমে ছোট্ট ঘর থেকে অফিস, এমনকি রান্না ঘরের জন্যও এই এসি আদর্শ হতে পারে।

300ML বড় জলের ট্যাঙ্ক রয়েছে এই পোর্টেবল এসিতে, যা একবার ভর্তি করলে 3-5 ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। আপনার ভাল ঘুমের বন্দোবস্ত করতে রাতে দীর্ঘক্ষণ এই এসি ঠান্ডা হাওয়া দেবে। 4000mAh ব্যাটারি রয়েছে, যার চার্জিং ও পাওয়ার নিয়ে আপনাকে কখনই ভাবতে হবে না।

Portable AC

সাতটি ভিন্ন কালার স্টাইল রয়েছে এই ছোট্ট পোর্টেবল এয়ার কন্ডিশনারে। আপনার পছন্দসই একটা কালার আপনি বেছে নিতে পারেন। আলট্রাসনিক কুল মিস্ট প্রযুক্তি দেওয়া হয়েছে, যার সাহায্যে টানা 8 ঘণ্টা লাগাতার অপারেট করতে পারে এটি এবং শুষ্ক বাতাসকে নিরাপদে এবং দ্রুত ময়েশ্চারাইজ করতে সক্ষম।

এই Portable AC-র আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এটি আপনার ঘরে সুবাসও দিতে পারে। ইউনিক এয়ার ডাক্টের সঙ্গে পেয়ার করা রয়েছে এটি। তিনটি উইন্ড মোড দিতে পারে- লো, মিডিয়াম এবং হাই। তার থেকেও বড় কথা এটি চলার সময় এক ফোঁটাও আওয়াজ করবে না।