শুধু মোবাইল নয়, Nothing এবার স্মার্টওয়াচ নিয়ে আসছে, শিগগিরই লঞ্চ

Nothing Smartwatch: অনেকেই দাবি করেছেন, সেই প্রডাক্টটি একটি স্মার্টওয়াচ হতে চলেছে। এমনকি, ভারতের BIS সার্টিফিকেশন ওয়েবসাইটেও সেই প্রডাক্ট দেখা গিয়েছে। সেখান থেকেই নিশ্চিত হয়ে এক টিপস্টার একপ্রকার নিশ্চিত হয়ে দাবি করছেন, সেটি Nothing Smartwatch হতে চলেছে।

শুধু মোবাইল নয়, Nothing এবার স্মার্টওয়াচ নিয়ে আসছে, শিগগিরই লঞ্চ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 10:51 PM

Nothing Phone (2) আর কয়েক দিনের মধ্যেই লঞ্চ করবে ভারতে। তবে শুধু এই ফোনই নয়। তার পাশাপাশি আরও একটি প্রডাক্ট নিয়ে কাজ করছে Nothing। সম্প্রতি একটি প্রডাক্টের ট্রেডমার্ক পেয়েছে সংস্থাটি। অনেকেই দাবি করেছেন, সেই প্রডাক্টটি একটি স্মার্টওয়াচ হতে চলেছে। এমনকি, ভারতের BIS সার্টিফিকেশন ওয়েবসাইটেও সেই প্রডাক্ট দেখা গিয়েছে। সেখান থেকেই নিশ্চিত হয়ে এক টিপস্টার একপ্রকার নিশ্চিত হয়ে দাবি করছেন, সেটি Nothing Smartwatch হতে চলেছে।

Nothing সর্বপ্রথম মার্কেটে একটি ইয়ারবাড নিয়ে আসে। তারপর থেকে জল্পনা চলতে থাকে, ব্র্যান্ডটি একাধিক প্রডাক্ট নিয়ে আসবে শীঘ্রই। ইতিমধ্যেই Nothing ভারত সহ বিশ্বের অন্যান্য প্রান্তে দুটি ইয়ারবাড লঞ্চ করেছে। তাদের একটি Nothing Ear 1 এবং অপরটি Ear 2। পাশাপাশি সংস্থাটি তাদের প্রথম স্মার্টফোন Nothing Phone 1 লঞ্চ করেছে। এখন ব্র্যান্ডটি Nothing Phone 2 নিয়ে কাজ করছে, যা ভারতে লঞ্চ করবে 11 জুলাই। এই ফোনটি ভারতের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মার্কেটের জন্য দামি হতে চলেছে।

এখন নাথিং যেখানে তাদের ফোন এবং ওয়্যারলেস অডিও প্রডাক্ট লঞ্চ করেছে, সেখানে কোম্পানির ডিভাইসের মধ্যে এখন বাকি আছে কেবলই স্মার্টওয়াচ। তার থেকেও বড় কথা হল প্রডাক্টটির লিস্টিং যখন ভারতের ব্যুরো ওয়েবসাইটে দেখা গিয়েছে, সেখান থেকে সহজেই অনুমান করে নেওয়া যায় দেশে খুব জলদিই ফোনটি লঞ্চ করা হবে।

আরও একটি ইঙ্গিত রয়েছে। Nothing সিইও কার্ল পেই সম্প্রতি স্মার্টওয়াচের প্রতি তাঁর আগ্রহ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি ব্যবহারকারীদের কাছে জানতে চেয়েছেন, স্মার্টওয়াচ ব্যবহারের উদ্দেশ্যটা কী? এই সবকিছুই একটা ইঙ্গিত পরিষ্কার করে দিচ্ছে, নাথিং খুব শীঘ্রই তার পরবর্তী প্রডাক্ট নিয়ে আসছে, যা একটি স্মার্টওয়াচ।