সস্তার Google TV লঞ্চ করল Panasonic, মিলবে 32 ইঞ্চি থেকে 75 ইঞ্চি সাইজের টিভিও

Panasonic Google TVs: Panasonic গ্রাহকদের জন্য OLED টিভি মডেল লঞ্চ করার পর, এবার গুগল টিভির একটি নতুন সিরিজ চালু করেছে। দামও খুব একটা বেশি না।

সস্তার Google TV লঞ্চ করল Panasonic, মিলবে 32 ইঞ্চি থেকে 75 ইঞ্চি সাইজের টিভিও
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2023 | 12:59 PM

Panasonic Google TV Price: বিগত কয়েক বছরে স্মার্ট টিভির চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে। মানুষ সাধারণ টিভি ছেড়ে স্মার্ট টিভির দিকে ঝুঁকছে। যদিও তার একটি বিশেষ কারণ হল ইন্টারনেটের ব্যবহার। ফোনের সঙ্গে কানেক্ট করে খুব সহজেই বড় স্ক্রিনে পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ় দেখে ফেলা যায়। তার বাজারে বর্তমানে বহু দামের স্মার্ট টিভি রয়েছে। তাই মানুষের কাজে এখন বেশ সহজলভ্য। সাধারণ টিভি থেকে শুরু করে স্মার্ট টিভি, সব কিছুর ক্ষেত্রেই Panasonic-এর নাম তালিকার শীর্ষেই রয়েছে। Panasonic গ্রাহকদের জন্য OLED টিভি মডেল লঞ্চ করার পর, এবার গুগল টিভির একটি নতুন সিরিজ চালু করেছে। OLED স্মার্ট টিভিগুলি মানুষের কাছে বিরাট জনপ্রিয়তা লাভ করেছিল। আর তাই এমন সিদ্ধান্ত কোম্পানিটির। গুগল টিভির এই সিরিজে আপনি 32 ইঞ্চি থেকে 75 ইঞ্চি পর্যন্ত মডেল পাবেন। দামও খুব একটা বেশি না। তাই চলুন জেনে নেওয়া যাক এই গুগল টিভির দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

Panasonic Google টিভির দাম:

প্যানাসনিক MX850 মডেলটি 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি সাইজে কিনতে পারবেন। এছাড়াও MX750 মডেলটি 55 ইঞ্চি এবং 43 ইঞ্চি। MX800 মডেলটি 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি। MX710 মডেলটি আপনাকে 65 ইঞ্চি 55 ইঞ্চি এবং 43 ইঞ্চি ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। MS680 মডেলটি 32 ইঞ্চি এবং 43 ইঞ্চি, MX700 মডেলটি 55 ইঞ্চি এবং 43 ইঞ্চি, MS550 মডেলটি 32 ইঞ্চি এবং 43 ইঞ্চি সাইজে কেনা যাবে। কোম্পানি এই সিরিজে 20টি নতুন মডেল লঞ্চ করেছে। 32 ইঞ্চির MS550-এর প্রাইমারি মডেলের দাম 19,990 টাকা থেকে শুরু হয়েছে। আর টপ ভ্যারিয়েন্টের দাম 3 লাখ 19 হাজার 990 টাকা পর্যন্ত রয়েছে।

এই স্মার্ট টিভির ফিচার:

MX800, MX850, MX740, MX750, MX700 এবং MX710 ভ্যারিয়েন্টগুলিতে ডিসপ্লে হিসেবে 4K HDR স্ক্রিন রেজোলিউশন রয়েছে, যা 4K কালার ইঞ্জিন, মাইক্রো ডিমিং এবং HDR 10 প্লাসের মতো অনেকগুলি ডিসপ্লে ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে, MS670, MS680 এবং MS550 ভ্যারিয়েন্টগুলি এইচডি এবং ফুল এইচডি রেজোলিউশন সহ ভিভিড ডিজিটাল প্রসেসর এবং 2K HDR সাপোর্ট রয়েছে।

অডিয়োর দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। সমস্ত টিভির মডেলেই ডলবি টেকনলজি অডিয়ো বুস্টার প্লাসের 20 ওয়াট স্পিকার দেওয়া হয়েছে।এছাড়াও মডেলগুলিতে 2GB পর্যন্ত RAM, Android TV OS এবং 16GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আপনি এই মডেলগুলিতে Google ভয়েস সাপোর্ট, ইন-বিল্ড Chromecast এবং স্পিড কাস্টের মতো ফিচারগুলি পেয়ে যাবেন। টিভিতে অ্যামাজন প্রাইম ভিডিয়ো ছাড়াও ডিজনি প্লাস হটস্টার এবং নেটফ্লিক্সের মতো অ্যাপগুলি আগে থেকেই ইনস্টল করা থাকবে। তাই আপনি আপনার পছন্দ মতো যে কোনও কিছু দেখতে পারবেন, তাও আবার বড় স্ক্রিনে।