Carl Pei: ‘কোনও কাজে লাগে না’, প্রথমবার Smartwatch ব্যবহার করে উপলব্ধি Nothing CEO-র

Carl Pei News: স্মার্টওয়াচ কোনও কাজের নয়, দাবি করলেন Nothing CEO কার্ল পেই। টুইটার ব্যবহারকারীদের কাছে তিনি প্রশ্ন ছুড়ে বলেছেন, "স্মার্টওয়াচ দিয়ে আপনারা কী করেন?"

Carl Pei: 'কোনও কাজে লাগে না', প্রথমবার Smartwatch ব্যবহার করে উপলব্ধি Nothing CEO-র
স্মার্টওয়াচ কি সত্যিই কোনও কাজের নয়?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 4:20 PM

Smartwatch Use Cases: টেক ব্র্যান্ড Nothing-এর CEO কার্ল পেই সম্প্রতি একটি স্মার্টওয়াচ ক্রয় করেছেন। সেই স্মার্টওয়াচ ব্যবহারের পর তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন টুইটারে। নাথিং সিইও নিজেই জানিয়েছেন, যে স্মার্টওয়াচটি ক্রয় করেছেন, সেটি হল Samsung Galaxy Watch5 Pro। কিন্তু সেটি কেনার পর একপ্রকার ধরাশায়ী তিনি। বুঝতেই পারছেন না যে, কী কাজে লাগবে এই স্মার্টওয়াচ। টুইটারে নিজের স্মার্টওয়াচ ব্যবহারের অভিজ্ঞতার কথা লিখতে গিয়ে বললেন, “অকেজো মনে হল।” সেই সঙ্গেই তিনি টুইটার ব্যবহারকারীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন, “আপনারা স্মার্টওয়াচ কেন ব্যবহার করেন?”

কার্ল পেই স্মার্টওয়াচের ব্যাপারে যা-ই বলুন না কেন, লম্বা সময় ধরে এদের অস্তিত্বের কথা অস্বীকার করার কোনও উপায় নেই। প্রথম Android Wear ওয়াচটি ছিল LG G Watch, যা 2014 সালে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ, বিশ্বের প্রথম স্মার্টওয়াচের আগমন হয় 2014 সালে, একদশক হতে চলল প্রায়। তারপর থেকে বহু OEM স্মার্টওয়াচ তৈরি করেছে। স্যামসাং, অ্যাপল-এর মতো টেক জায়ান্টও বাজারে তাদের স্মার্টওয়াচ নামিয়েছে অনেক আগেই।

তবে এই স্পেকট্রামে Apple Watch-এর বিকল্প নেই। সংস্থার প্রিমিয়াম স্মার্টওয়াচটিগুলি যে মানুষের জীবনরক্ষায় কী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তা আমাদের জানা। তারপরেও Nothing CEO কার্ল পেই দাবি করছেন, স্মার্টওয়াচগুলি আসলে ‘Useless’। এখন প্রশ্ন হচ্ছে, পেই তো এই প্রথম কোনও স্মার্টওয়াচ ব্যবহার করলেন। সব কোম্পানির স্মার্টওয়াচ তো নিশ্চয় তিনি ব্যবহার করেননি। Apple Watch-ও নিশ্চয় ব্যবহার করে দেখেননি কার্ল পেই। তার থেকেও বড় কথা হল, স্মার্টওয়াচের রমরমার বাজারে কার্ল পেই কেন Galaxy Watch5 Pro কিনতে গেলেন! গণ্ডগোল কী শুধু এই স্মার্টওয়াচেই রয়েছে, কার্ল পেইয়ের মন্তব্যের পর এই প্রশ্ন তো উঠবেই।

আর একটি টুইটে কার্ল পেই লিখেছেন, ‘এই ক্যাটেগরির বিষয়ে শিখছি।’ এখান থেকে আর একটা বিষয় এক্কেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তা হল, Nothing তাদের বৃহত্তর ইকোসিস্টেম সম্পূর্ণ করতে খুব সম্ভবত নিজস্ব স্মার্টওয়াচ চালু করার কথা ভাবছে। সেই কারণেই কি সংস্থার সিইও কার্ল পেই বাজার-চলতি সব স্মার্টওয়াচগুলি খতিয়ে দেখে নিতে চাইছেন? প্রসঙ্গত, Nothing-এর ঝুলিতে এই স্মার্টফোন এবং ইয়ারবাড ছাড়া আর কোও গ্যাজেট নেই।

কার্ল পেইয়ের টুইটারে বহু ইউজার রিপ্লাই করে জানিয়েছেন, কী কারণে তাঁরা স্মার্টওয়াচ ব্যবহার করেন। কেউ বলেছেন, ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য তাঁরা স্মার্টওয়াচ ব্যবহার করেন। কেউ আবার বলেছেন, তাঁরা Apple Watch ব্যবহার করেন মূলত প্রতিদিন কতটা ক্যালোরি বার্ন হচ্ছে, তার ট্র্যাক রাখতে। কেউ আবার এ-ও বলেছেন, “বেশি ভাববেন না! এই নয় যে, স্মার্টওয়াচে শুধু ফিটনেস ট্র্যাক করা যায়। তাছাড়াও মিউজ়িক কন্ট্রোল থেকে শুরু করে মোবাইল পেমেন্ট-সহ আরও অনেক কিছুর সঙ্গে কানেক্টেড থেকে আপনার টাইম ম্যানেজমেন্ট করে।”

এখন সত্যি স্মার্টওয়াচ কোনও কাজের নাকি কাজের নয়, তা পরিষ্কার হয়ে যাবে যেদিন Nothing তাদের প্রথম Smartwatch বাজারে নিয়ে আসবে। সে দিন লক্ষ্যণীয় হবে, Nothing Smartwatch-এ এমন কী থাকবে, যে কারণে ডিভাইসটি কোম্পানির সিইও-র কাছে ‘কাজ’-এর মনে হবে এবং তা গ্রাহকদের আখেরে কোন দিক থেকে উপকার করবে।